আমাদের সিলেট ডটকম:
সকাল থেকে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে সিলেটের দুই উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ। তবে, বিভিন্ন কেন্দ্রে নগণ্য ভোট পড়ছে বলে জানিয়েছেন সংস্লিষ্টরা। দুপুর পর্যন্ত কোন কোন কেন্দ্রে কাস্ট ভোটে সংখ্যা দুয়ের ঘরও ছাড়াতে পারেনি। কোন কোন কেন্দ্রে জাল দেয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
বিশ্বনাথ (সিলেট) থেকে সাংবাদিক এমদাদুর রহমান মিলাদ দুপুর ১২টায় জানান, দুপুর ১১টার দিকে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের কান্দিগাঁও ও এলাহাবাজ ভোট কেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুপুর ১১টা পর্যন্ত সিলেট স্থানীয় কেন্দ্রে কোন ভোট পড়েনি। রামপুর কেন্দ্রে প্রায় এক হাজার ভোটের মধ্যে দুপুর পর্যন্ত ভোট কাস্ট হয়েছে মাত্র ৪টি। ছহিফাগঞ্জ মাদ্রাসা কেন্দ্রে দুপুর পর্যন্ত ২৫৫৫ টি মোট ভোটের মধ্যে ভোট কাস্ট হয়েছে মাত্র ৪০টি, খাজাঞ্চি ইউনিয়ন কমপ্লেক্স কেন্দ্রে ১৬১২টি ভোটের মধ্যে দুপুর ১১টা ৪০ পর্যন্ত মাত্র ২৭ টি ভোট কাস্ট হয়েছে। কান্দিগাঁও কেন্দ্রে সকাল ১১টা ৩৫ মিনিট পর্যন্ত ২৫০৯টি ভোটের মধ্যে ভোট হয়েছে মাত ৭০টি। এই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার বেলায়েত হোসেন জানান, সারা রাত আতঙ্কের মধ্যে কেটেছে এই কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীদের। পুলিশ থাকলেও রাতে কেন্দ্র লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ হয়েছে। সকালেও কেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ হয়েছে।
জৈন্তাপুর থেকে সাংবাদিক নুর্বল ইসলাম জানান, উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। এখানকার ২ প্রার্থীর উভয়য়েই সরকারী দলের সমর্থক হওয়ায় তারা দুজনেই নিজ দায়িত্ব ভোটারদের নিয়ে আসছেন কেন্দ্রে।
দুপুর ১২টা পযৃন্ত সেন্ট্রাল জৈন্তা কেন্দ্রে ৩৬শ‘ ভোটের মধ্যে প্রায় ৭শ’ কাস্ট হয়েছে। এছাড়া, সারিঘাট কেন্দ্রের ২৯শ‘ ভোটের মধ্যে প্রায় ৩শ‘ জমা পড়েছে।
গোয়াইনঘাট থেকে সাংবাদিক মনজুর আহমদ জানান, উপজেলার বারহাল আলীম মাদ্রাসা কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত ৫০ ভোট জমা পড়েছে। এই কেন্দ্রে কিছু পরিচিত মুখ জাল ভোট দিচ্ছেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। এছাড়া, উপজেলার প্রতাপপুর কেন্দ্রে সকাল সাড়ে ১১টা পর্যন্ত ১২শ‘ ভোটের মধ্যে ভোট পড়েছে মাত্র ৭টি। একই ভাবে আতাকান্দি কেন্দ্রে ২৩শ ভোটের মধ্যে মাত্র ১৭টি ও জাতু গ্রাম কেন্দ্রে ২৮ শ’ ভোটের মধ্যে মাত্র ৮টি কাস্ট হয়েছে।
সিলেটে ভোট পড়ছে নগন্য, চলছে জালভোটও বিশ্বনাথে দুটি কেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ
Saturday, January 4, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment