মানবজমিন: ৫ই জানুয়ারির নির্বাচনকে একদলীয় প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে তা প্রতিহত করতে আগামী কাল ভোর ছয়টা থেকে সোমবার ভোর ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টার টানা হরতাল আহবান করেছে ১৮ দলীয় জোট। আজ বিকালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম ওসমান ফারুক এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের নীলনকশার নির্বাচন প্রতিহত করতে সারাদেশে শান্তিপূর্ণভাবে এ হরতাল পালিত হবে। একইসঙ্গে ১৮ দলের অনির্দিষ্টকালের অবরোধও চলবে। উল্লেখ্য নির্বাচন প্রতিহত করতে অনির্দিষ্টকালের অবরোধের তৃতীয় দিন চলছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment