শীর্ষ নিউজ,ঢাকা : সুপ্রিম কোর্টে আইনজীবীদের বিক্ষোভ মিছিলে পুশিশের সহযোগিতায় আবারো হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা ইটপাটকেল নিক্ষেপ ছাড়াও আপত্তিজনক ও উত্তেজনাকর নানা শ্লোগান দেয়।
এর আগে রোববার অনুরূপ হামলা চালিয়েছিল আওয়ামী ক্যাডাররা। সেদিন আদালত চত্বরে আইনজীবীরা মটরসাইকেলে অগ্নিসংযোগ ছাড়াও ভাঙচুর চালায়।
সোমবার বেলা পৌনে বারটার সময় বিএনপি-জামায়াত পন্থী আইনজীবীরা সুপিমকোর্ট চত্বরে রোববারের আওয়ামী তা-বের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। তারা মিছিল নিয়ে রাস্তার বাইরে যেতে চায়। তবে পূর্ব দিকের প্রধান গেট আগে থেকে বন্ধ থাকায় আইনজীবীরা সেখানে অবস্থান নিয়েই বিক্ষোভ করতে থাকেন।
এর কিছু সময় পরই যুব মহিলা লীগের একটি লাঠি মিছিল সেখানে আসে। মিছিলকারীরা হঠাৎ করেই পুলিশের সামনে রাস্তা থেকে আইনজীবীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে এবং নানা আপত্তিজনক শ্লোগান দেয়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ১৫-২০ মিনিট পর লাঠি মিছিল নিয়ে সেখানে আসে যুব লীগ, শ্রমিক লীগ, প্রজন্মলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতারা। তারাও সুপ্রিমকোর্টের অভ্যন্তরে আইনজীবীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। কয়েক মিনিট ধরে নিরব দর্শক হয়ে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ক্ষমতাসীন দলের ক্যাডারদের নর্তন-কুর্দন প্রত্যক্ষ করে পুলিশ। পরে তারা তৎপর হয়ে হামলাকারীদের সেখান থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে।
No comments:
Post a Comment