মার্চ ফর ডেমোক্রেসির সমর্থনে জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র বিএনপির বিক্ষোভ সমাবেশ
১৮ দলীয় জোট প্রধান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঘোষিত মার্চ ফর ডেমোক্রেসির সমর্থনে জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে।
শনিবার ২৮ ডিসেম্বর আয়োজিত এ সমাবেশে সভাপতিত্বে করেন খালেদা জিয়ার বিশেষ উপদেষ্টা ও বৈদেশিক দূত ডা. মুজিবর রহমান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন আরেক বিশেষ উপদেষ্টা ও বৈদেশিক দূত জাহিদ এফ. সরদার সাদী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা শামসুল ইসলাম মজনু, আবদুস সবুর, মনজুর আহমদ চৌধুরী, গিয়াস উদ্দিন, ডা. গোলজার, মাহমুদুর রহমান চৌধুরী, গিয়াস মজুমদার, নিয়াজ আহমেদ জুয়েল, আফতাব হোসেন বাদল, ছৈয়দুল হক, শফিকুর রহমান দুলাল, ডা. জাহিদ দেওয়ান শামীম, জসিম উদ্দিন, মোহাম্মদ শাহাজাহান, তোফায়েল চৌধুরী লিটন, আমিনুল ইসলাম কবি, সামছুর রহমান, শফিক খান, আবদুল করিম, এস. মিয়া তৌহিদ, শাহাদত হোসেন রাজু, অ্যাডভোকেট খায়রুল বাশার, বদরুল হক আজাদ, আরিফ হোসেন মিথুন, জাহাঙ্গীর আলম, জারারুল ইসলাম দুলাল, মো. সোলায়মান প্রমুখ।
সমাবেশে বক্তারা ঢাকা অভিমুখে গণতন্ত্রের অভিযাত্রায় দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানান।
তারা বলেন, বর্তমান সরকার ভোটারবিহীন নির্বাচন করে সংবিধান ও মানুষের মৌলিক অধিকার হরণ করছে। এই নির্বাচন দেশের সাধারণ জনগণ ও বহির্বিশ্ব মেনে নেবে না।
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশে যৌথবাহিনী কর্তৃক বিএনপি ও ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়িঘর বোলডোজার দিয়ে ভেঙ্গে ফেলা, জুলুম-নির্যাতন করে জেলে প্রেরণ ও জনগণের মতের তোয়াক্কা না করে একদলীয় নির্বাচনের মাধ্যমে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র যৌথ আন্দোলনের মাধ্যমে প্রতিহত করার আহ্বান জানানো হয়।
No comments:
Post a Comment