আমাদের সিলেট ডটকম:
৬০ কোটি টাকার কাজ ভাগ-বাটোয়ারার অভিযোগে অবশেষে সড়ক বিভাগের সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী একিউএম ইকরাম উল্লাহকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলের মধ্যেই তাকে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগ।
গতকাল বুধবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এই বদলি ঠেকাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ বুধবার বিকেলে ঢাকায় ছুটে গেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট সড়ক বিভাগে গত মঙ্গলবার ৬০ কোটি টাকার দরপত্র ৮টি প্রতিষ্ঠানের মধ্যে ভাগ-ভাটোয়ারা করে দেয়ার ঘটনায় সংবাদ প্রকাশিত হলে যোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরসমূহে তোলপাড় শুরু হয়। এ ঘটনার প্রেক্ষিতে বুধবার সিলেট সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী একিউএম ইকরাম উল্লাহকে স্ট্যান্ড রিলিজ করা হয়।
যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগের সহকারী সচিব মোহা: লিয়াকত আলী খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল, চ:দা:) প্রধান প্রকৌশলীর দপ্তর সংলগ্ন ছুটি প্রশিক্ষণ প্রেষনজনিত সংরক্ষিত (সিভিল) পদ সড়ক ভবন তেজগাঁও ঢাকা একিউএম ইকরাম উল্লাহ এর সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) পদের অতিরিক্ত দায়িত্ব বাতিল করা হল। ২/১/২০১৪ তারিখের মধ্যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) সিলেট সড়ক সার্কেল এর নিকট সিলেট জোনের দায়িত্বভার হস্তান্তর করবেন। উক্ত তারিখে মধ্যে দায়িত্ব হস্তান্তর করা না হলে ২/১/২০১৪ তারিখ অপরাহ্ন হতে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারী করা হয় বলে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে জানতে চেয়ে গতরাত ১০টায় একিউএম ইকরাম উল্লাহর সেলফোনে কয়েক-দফা কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।
একটি সূত্র জানিয়েছে, একিউএম ইকরাম উল্লাহর বদলী ঠেকাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ বুধবার বিকেলে বিমানযোগে ঢাকায় গেছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ে তিনি এ বিষয়ে চেষ্টা-তদবির শুরু করেছেন। এ জন্যে বিপুল পরিমাণের অর্থ ব্যয় করা হবে বলে একটি সূত্র জানিয়েছে। এ ঘটনায় সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ঠিকাদার ও ক্ষমতাসীন দলের মধ্যে তোলপাড় চলছে।
জানা গেছে, আপাদ মস্তক দুর্নীতিতে নিমজ্জিত প্রকৌশলী একিউএম ইকরাম উল্লাহ ও ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজের ছত্রছায়ায় সিলেট সড়ক বিভাগে গড়ে ওঠা একটি চক্র সরকারের দেয়া কোটি কোটি টাকা লুটপাট করেছে। এদের লুটপাটের ফলে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কসহ একাধিক সড়ক উন্নয়নে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছিল।
জানা গেছে, একিউএম ইকরাম উল্লাহ একই তারিখে একই স্মারকে ৩টি দরপত্রের নোটিশে স্বাক্ষর করেন। গত ২৩ ডিসেম্বর এরকম একটি স্মারকে তিনি স্বাক্ষর করেন। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির পর্যায়ক্রমে তিনি গত মঙ্গলবার ৬০ কোটি টাকার দরপত্র প্রভাবশালী ৮টি প্রতিষ্ঠানের মধ্যে ভাগ-বাটোয়ারা করে দেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হামিনুর রহমান লস্কর বলেছেন, ৬০ কোটি টাকার দরপত্রের ভাগ-বাটোয়ার বিষয়টি পত্রিকায় দেখেছি। তবে কেউ এখনো লিখিত অভিযোগ দেননি। লিখিত অভিযোগ দেয়া হলে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।
সওজ’র টেন্ডারে অনিয়মের ঘটনায় এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার ইকরাম স্ট্যান্ড রিলিজ, বদলি ঠেকাতে তৎপর আ’লীগ নেতা মিসবাহ সিরাজ
Wednesday, January 1, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment