আমাদের সিলেট ডটকম:
১৮ দলের অনির্দিষ্টকালের অবরোধের দ্বিতীয় দিনে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। পুলিশের বিশেষ অভিযানে ৫ জনকে আটক করেছে পুলিশ।
বৃহষ্পতিবার বিকেল ৪টায় ভুয়াইবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে জামায়াত ইসলামের ফয়ছল (৩০), শহিদুল (৩৫) ও সুজনের (৩৮) অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে অবরোধকারীরা ভুয়াইবাজার এলকায় মিছিল করার চেষ্টা করে। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের ওপর চড়াও হয় তারা। এতে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে।
জুড়ীতে অবরোধকারী-পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১০ ॥ আটক ৫
Thursday, January 2, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment