আমাদের সিলেট ডটকম:
বিশ্বনাথ উপজেলার বিভিন্ন কেন্দ্র সরকারী দলের লোকজন কেন্দ্র দখল করে ব্যাপক ভাবে জাল ভোট দিচ্ছে বলে অভিযোগ করেছেন সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান।
সকালে বিশ্বনাথের হাজী মফিজ আলী কেন্দ্রে ভোট দিতে গিয়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিব।
তিনি জানান, সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার পর পরই দশঘর ইউনিয়নের বর্ণি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার এজেন্টদের বের করে দেন আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী ইয়াহিয়া চৌধুরীর লোকজন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে সহযোগিতা চেয়েও তার কোন সাহায্য পাননি। তার এজেন্টদের বের করে দিয়ে ইয়াহিয়া চৌধুরীর এজেন্টরা ব্যালট পেপারে সীল দিয়ে তা বাক্সে ঢুকিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।
এ ব্যাপারে সকাল ১১টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন মুহিবুর রহমান।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তার ফখরুল ইসলাম জানিয়েছেন, মুহিবুর রহমানের অভিযোগের প্রেৰিতে ঐ কেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স পাঠানো হয়েছে। তবে, জাল ভোট দেয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে তিনি জানান।
মুহিবুর রহমানের অভিযোগ বিশ্বনাথের বিভিন্ন কেন্দ্রে ‘টেবিল কাস্ট’ চলছে
Saturday, January 4, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment