আমাদের সিলেট ডটকমঃ
সুনামগঞ্জে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হলেও ভোট পড়ছে নগণ্য। উপজেলার জামলাগঞ্জ, জগন্নাথপুর, দৰিণ সুনামগঞ্জ ও দোয়ারাবাজারের বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, কোন কেন্দ্রেই কাস্ট হওয়া ভোটের সংখ্যা ৫০ অতিক্রম করেনি।
এদিকে, উপজেলার দক্ষিণ সুনামগঞ্জে বর্তমান এমপি আওয়ামী লীগ নেতা এমএ মান্নানের গ্রামের বাড়ির ডুংরিয়া কেন্দ্র থেকে তার প্রতিপক্ষ আজিজুস সামাদ ডনের নির্বাচনী এজেন্টদের বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জামালগঞ্জের সাচনাবাজার থেকে সাংবাদিক সেলিম তালুকদার জানান, দুপুর ১টা পর্যন্ত সাচনা বাজার স্কুল কেন্দ্রে ২ হাজার ২ শত ভোটারের মধ্যে মাত্র ৩৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।একই অবস্থা স্থানীয় রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা প্রায় ২ হাজার হলেও ভোট পড়েছে মাত্র ৪৭টি।
এছাড়া, জেলার কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সুনামগঞ্জে বর্তমান এমপি’র গ্রামের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে প্রতিপক্ষের এজেন্টদের
Saturday, January 4, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment