মানবজমিন: বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে তার বাড়িতে অবরুদ্ধ করে রাখার ঘটনায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর হস্তক্ষেপ চেয়েছে বিএনপির সংসদীয় দল। বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে সংসদ ভবনে স্পিকারের সঙ্গে দেখা করে এ হস্তক্ষেপ চান। পরে জয়নুল আবদিন ফারুক সাংবাদিকদের বলেন, মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা করার পর থেকে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে তার গুলশানের বাসায় অবরুদ্ধ করে রাখা হয়েছে। তার বাসার প্রবেশ পথ বালুরট্রাক দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। র্যাব-পুলিশের বিপুল সংখ্যক সদস্য ওই বাড়ি ঘেরাও করে রেখেছে। তিন বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান বিরোধী দলীয় নেত্রীর সঙ্গে সরকারের এ ধরণের আচরনের ব্যাপারে আমরা স্পিকারের হস্তক্ষেপ চেয়ে তার কাছে স্বারকলিপি দিয়েছি। স্পিকার আমাদের আশ্বস্ত করেছেন তিনি এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন।
অবরুদ্ধ খালেদা: স্পিকারের হস্তক্ষেপ চেয়েছে বিএনপির সংসদীয় দল
Wednesday, January 1, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment