সিলেটে পুলিশি বাধা উপেক্ষা করে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের রাজপথে অবস্থান ও বিক্ষোভ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এবং কেন্দ্র ঘোষিত রাজপথে অবস্থান কর্মসূচির সমর্থনে সিলেটে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সোমবার ৩০ ডিসেম্বর দুপুরে দক্ষিণ সুরমার ক্বিনব্রিজ মোড়ে অবস্থান নেয়।
এ সময় দফায় দফায় পুলিশি বাধা উপেক্ষা করে ক্বিনব্রিজ মোড়ে অবস্থানকারীরা বিক্ষোভ করেন। পরে তারা মিছিল সহকারে সুরমা পয়েন্টে এসে সমাবেশে মিলিত হন।
সাবেক ছাত্রদল নেতা জাকির হুসেনের সভাপতিত্বে ও সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মওদুদুল হক চৌধুরীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মতিউল বারী চৌধুরী খুর্শেদ।
তিনি সরকারের সকল বাধা-বিপত্তি অতিক্রম করে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে সমবেত হওয়ার জন্য সর্বস্তরের ছাত্রজনতার প্রতি আহবান জানান।
তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ভূমিকা পালন করছে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল নেতা হায়দার আহমদ শানুর, জাবেদ আহমদ, মল্লিক আহমদ, আক্তার আহমদ, দেওয়ান নিজাম খান, নূর ইসলাম, মোসাদ্দেক হোসেন রুমন, মেহেদী হাসান নিজাম, ছাত্রদল নেতা বদরুল আজাদ রানা, আবুল বাশার, নেপুর আহমদ, জাহাঙ্গীর আহমদ, আবু তাহের শিশু, শাহ সাদিকুর রহমান, সুয়েবুর রহমান খোকন, সুমন আহমদ প্রমুখ।
No comments:
Post a Comment