দিনাজপুরের বীরগঞ্জে অবরোধকারীদের সাথে পুলিশের সংঘর্ষে আহত ২৫ ॥ গুলিবিদ্ধ ৪ জন
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবিরাজ হাট এলাকায় বৃহস্পতিবার ২ জানুয়ারি সন্ধ্যার পর ১৮ দলের অবরোধকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে।
এতে কমপক্ষে ২৫ জন আহত হয়। এর মধ্যে গুলিবিদ্ধ ৪ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান হোসেন সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধা ৬টায় মুরগীর লিটার বোঝাই একটি পিকআপ ভ্যান দিনাজপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে অবরোধকারী ১৮ দলের নেতাকর্মীরা পিকআপ ভ্যানটি আটক করে ভাংচুর করলে পুলিশ তাতে বাধা দেয়।
এ সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে অবরোধকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। তখন পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষ বাধে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
No comments:
Post a Comment