বিশ্বনাথে ও জৈন্তাপুরে মতবিনিময় নির্বাচনে কারচুপির কোন সুযোগ নেই – জেলা প্রশাসক

Wednesday, January 1, 2014

আমাদের সিলেট ডটকম:

সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার শহিদুল ইসলাম বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনে কারচুপির কোন সুযোগ নেই। জনগণ ভোটের মাধ্যমে যাঁকে নির্বাচিত করবেন কেবল মাত্র তিনিই নির্বাচিত হবেন। তাই নির্বাচন অবাদ, সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ হবে।

তিনি বুধবার বিশ্বনাথ ও জৈন্তাপুরে পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের সাথে ১০ম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ৫ই জানুয়ারি অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে প্রশাসন যাবতীয় প্রস্তুতি মুলক কাজ শেষ করেছে। প্রশাসন, আইন শৃংখলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধি সহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি নিরপেক্ষ ও গ্রহন যোগ্য নির্বাচন উপহার দিতে চাই। জনগন যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে প্রশাসন এই পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। তিনি প্রতিটি ভোট কেন্দ্রে শান্তি শৃংখলা বজায় রাখতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সরকারের সাংবিধানিক দায়িত্ব পালন করতে আমরা কাজ করছি। নির্বাচনের দিন ভোট কেন্দ্রে অপ্রীতিকর কোন ঘটনা যাতে না ঘটে এবং ভোটারদের কেউ ভয়ভীতি দেখাতে না পারে সেই দিকে আমাদের সবার লক্ষ রাখতে হবে। নির্বাচনী কাজে নিয়োজিত সরকারী কর্মকর্তা ও আইন শৃংখলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করার আহবান জানান।

বিশ্বনাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা সোনামনি চাকমার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঙ্গুরা বেগম শুভা, থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ও ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা খায়রুল আমীন, উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির মেম্বার, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ রহমত আলী মেম্বার, দৌলতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আকবর আলী মেম্বার, দেওকলস ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আবদাল মিয়া মেম্বার।

জৈন্তাপুরে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদুল ইসলাম।

বক্তব্য রাখেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা ও বিএনপির সভাপতি আব্দুল মালিক মানিক, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন আব্দুল হক, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবি এম জাকারিয়া ও ইউপি সদস্য মো: ইন্তাজ আলী। মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি ও নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক মানিক নির্বাচনের দিনে সরকারী কর্মকর্তা ও প্রতিটি ভোট কেন্দ্রের সার্বিক পরিবেশ স্বাভাবিক ও সুন্দর রাখতে তিনি সর্বাক্তক সহযোগিতা করার আশ্বাস দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপস্থিত হন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: জয়নাল আবেদীন। সকালে জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম নিবার্চনী কাজে নিয়োজিত প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন । এ সময় সিলেটের পুলিশ সুপার নুরে আলম মীনা (পিপিএম), উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ রাশেদুল ইসলাম, অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আল-আমিন, সদর উপজেলা নির্বাচন অফিসার মো: হারুনুর রশিদ চৌধুরী। অপর দিকে জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে সহকারী পিসাইডিং পোলিং অফিসারগনের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মো. কাজী মুজিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা একে আজাদ ভূইয়া ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License