আমাদের সিলেট ডটকম:
দক্ষিণ সুরমায় দু’গ্রামবাসীর মধ্যে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় আধ ঘন্টাব্যাপী উভয় পক্ষের অন-ত ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫ রাউন্ড ফাঁকাগুলি করে। রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন- ঘটনাস’লে পুলিশ মোতায়েন ছিলো।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০দিকে দক্ষিণ সুরমার আহমদপুর পীরের বাড়ির বাসিন্দা সাহেদ খন্দকারকে পুরান তেতলীর ফুরকান নামে এক ব্যক্তি মোবাইল ফোনে গালিগালিজ করে। পরে বিষয়টি দু’পক্ষের লোকজনের মধ্যে জানাজানি হলে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে রাতেই উভয় পক্ষের লোকজন মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তখন দুই গ্রামের আশাপাশ এলাকায় আতঙ্ক দেখা দেয়। মুহূর্তে সেই আতঙ্ক চারদিকে ছড়িয়ে পড়ে। দেখা দেয় উত্তেজনা। এক পর্যায়ে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। তখন বেশ কিছু দোকানপাট ভাংচুর করা হয়।
সংঘর্ষের সময় দুই গ্রামের রাস্তা দিয়ে কোনো ধরণের যানবাহন চলাচল করতে পারে নি। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন সামন্ত একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এক পর্যায়ে তারা ২৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করলে পরিস্থিতি শান্ত হয়ে আসে।
রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিলো বলে ওসি রঞ্জন সামন্ত জানান। তবে আহত কারো পরিচয় পাওয়া যায়নি।
দক্ষিণ সুরমায় মাইকে ঘোষণা দিয়ে দু’গ্রামবাসীর সংঘর্ষ ॥ আহত ৫০ : ২৫ রাউন্ড ফাঁকা গুলি
Friday, January 3, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment