খালেদা জিয়া সংবিধানের ধারা বাহিকতা ব্যাহত করতেই নৈরাজ্যের পথ বেছে নিয়েছেন : মিছবাহ
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ বলেছেন, খালেদা জিয়া সংবিধানের ধারাবাহিকতা ব্যাহত করতেই নৈরাজ্যের পথ বেছে নিয়েছেন; কিন্তু তাকে ভুলে গেলে চলবেনা, সংবিধান মতেই দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। হুমকি দিয়ে আর নৈরাজ্য সৃষ্টি করে এই নির্বাচন আটকানো যাবেনা।
রবিবার ২৯ ডিসেম্বর দুপুরে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের এক যৌথ কর্মীসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।
অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ বলেন, খালেদা জিয়ার আরেকটি লক্ষ্য হচ্ছে, যুদ্ধাপরাধীদের রক্ষা করা; কিন্তু তাও তিনি করতে পারবেন না। মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পন্ন হবেই। কোন ষড়যন্ত্র এ বিচার প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়াতে পারবেনা।
তিনি আরো বলেন, জাতীয় পতাকা হাতে নিয়ে নৈরাজ্য সৃষ্টির গণপদযাত্রা জাতীয় পতাকা অবমাননার সামিল। খালেদা জিয়ার হাতে জাতীয় পতাকা শোভা পায়না। তিনি ক্ষমতায় থাকাকালে স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা উড়িয়ে দিয়েছিলেন।
আওয়ামী লীগের জেলা সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় কর্মীসভায় আরো বক্তব্য রাখেন আ.ন.ম শফিকুল হক, আসাদ উদ্দিন আহমদ, সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, ফয়জুল আনোয়ার আলাওর, বিজিত চৌধুরী, অধ্যক্ষ সুজাত আলী রফিক, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, হুমায়ুন ইসলাম কামাল, শফিউল আলম চৌধুরী নাদেল, অ্যাডভোকেট শাহ মশাহিদ আলী, নূরুল ইসলাম পুতুল, মোহাম্মদ আলী দুলাল, অ্যাডভোকেট খোকন কুমার দত্ত, তপন মিত্র, অ্যাডভোকেট শেখ মকলু মিয়া, মো. ফাহিম আনোয়ার চৌধুরী, অ্যাডভোকেট শামসুল ইসলাম, আব্দুর রহমান জামিল, সৈয়দ এপতার হোসেন পিয়ার, আজহার উদ্দিন জাহাঙ্গীর, কবীর উদ্দিন আহমেদ প্রমুখ।
No comments:
Post a Comment