আমাদের সিলেট ডটকম:
মৌলভীবাজার-১ আসন (বড়লেখা-জুড়ি)-এর বড়লেখা উপজেলাধীন কাঠালতলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হামলা ও পুলিশের অস্ত্র লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে এই কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।সেনাবাহিনী,বিজিবি,র্যাব ও পুলিশ সদস্যরা অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অভিযান চালাচ্ছে।
কাঠালতলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অবস্থানরত সাংবাদিক মোহাম্মদ শাহজাহান দুপুর পৌনে ১টায় জানান, সকাল সাড়ে ১১টার দিকে ৩০/৩৫ জন লোক আকস্মিকভাবে হামলা চালায় এই ভোট কেন্দ্রে। এ সময় সময় তারা নির্বাচন কর্মকর্তা ও পোলিং এজেন্টদের মারধর করে ও স্কুলের বিভিন্ন কক্ষে ভাংচুর চালায়। তারা সেখানে দায়িত্বরত পুলিশের একটি রাইফেল কেড়ে নিয়ে পালিয়ে যায়। হামলায় এক পুলিশ সদস্য ও ৩ আনসার সদস্য আহত হন। হামলায় আহত এক পুলিশ সদস্যকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর থেকে এই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হয়। সকাল সাড়ে ১১টা পর্যন্ত এই কেন্দ্রে প্রায় এক হাজার ভোটের মাত্র ১২টি ভোট কাস্ট হয়।
কাঠালতলী ছাড়া মৌলভীবাজার-২ আসনের কুলাউড়া উপজেলার বড়খলা ও রেলওয়ে স্কুল কেন্দ্র ঘুরেও দেখা গেছে, ভোটারদের উপস্থিতি নেই কোন কেন্দ্রেই। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রের আশপাশে অবস্থান ক
বড়লেখায় ভোট কেন্দ্রে হামলা : পুলিশের অস্ত্র লুট
Saturday, January 4, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment