জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশ্বনাথে আইনশৃঙ্খলা বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত

Sunday, December 29, 2013

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশ্বনাথে আইনশৃঙ্খলা বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত


বিশ্বনাথ প্রতিনিধি : আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বিষয়ে সিলেটের বিশ্বনাথে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৯ ডিসেম্বর বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, নির্বাচন উপলক্ষে বিশ্বনাথে কোন সংঘাত, সংঘর্ষ কিংবা কোন প্রকার নাশকতার আশংকা নেই। নির্বিঘ্নে ভোটররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেনামনি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনা বাহিনীর বিশ্বনাথ ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ মাহফুজ, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার এনামুল কবির, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রফিকুল হোসেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, যুগ্ম সম্পাদক এএইচএম ফিরোজ আলী, দশঘর ইউনয়িন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, সাংবাদিক প্রণঞ্জয় বৈদ্য অপু প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License