আগৈলঝাড়ায় বিনামূল্যে বিতরণের বই বোঝাই ট্রাক খাদে পড়ে চালকসহ ৩ জন আহত
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া : বরিশালের আগৈলঝাড়ায় মাধ্যমিক স্তরে বিনামূল্যে বিতরণের জন্য ঢাকা থেকে আসা বই বোঝাই ট্রাক খাদে পড়ে চালকসহ ৩ জন আহত হয়েছে।
এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ৩টি মোটর সাইকেল দুমড়ে মুচড়ে যায়।
শুক্রবার ৩ জানুয়ারি দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা ৪টি উপজেলায় বিনামূল্যে বিতরণের জন্য মাধ্যমিক স্তরের প্রায় ৯০ হাজার বই বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১৪-০৮১০) আগৈলঝাড়া উপজেলা সদরের মোড় ঘুরতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়।
এসময় রাস্তার পাশে রাখা তিনটি মোটর সাইকেল ট্রাকের নিচে চাপা পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় ট্রাক চালক রফিক, তার সহকারী আমিনুল ও পরিবহন ঠিকাদার আবুল কালাম উকিলের মেয়ে শাহানা আক্তার আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পরিবহন ঠিকাদার সূত্রে জানা গেছে, দুর্ঘটনা কবলিত ট্রাকে বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদী এবং ঝালকাঠির সদর ও নলছিটি উপজেলায় সরবরাহের জন্য মাধ্যমিক স্তরের বিনামূল্যে বিতরণের প্রায় ৯০ হাজার বই ছিল।
No comments:
Post a Comment