জেলা ও মহানগর ১৮ দলীয় জোটের বিক্ষোভ: বাকশালী সরকারের পতন নিশ্চিত করতে আজ থেকে সর্বাত্মক লাগাতার অবরোধ পালন করুন -দিলদার হোসেন সেলিম

Tuesday, December 31, 2013

১৮ দলীয় জোট সিলেট জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি দিলদার হোসেন সেলিম বলেছেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে গলাটিপে হত্যার চূড়ান্ত মিশনে নেমেছে। ১৮ দলীয় জোটের প্রধান বিএনপির চেয়ারপার্সন আপোষহীন জননেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করতে সরকার গোটা দেশকে অবরুদ্ধ করে দিয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে আওয়ামীলীগের মধ্যে ন্যুনতম গণতন্ত্রের চর্চা নেই। তারা বাকশাল কায়েম করে চিরস’ায়ী ক্ষমতায় থাকার স্বপ্নে বিভোর। কিন্তু দেশপ্রেমিক জনতা তাদের সেই স্বপ্নকে কোনদিন পুরণ হতে দিবে না। শান্তিপূর্ণ গণতন্ত্র অভিযাত্রাকে বানচাল করতে দেশব্যাপী পুলিশের সহায়তায় সরকার দলীয় সন্ত্রাসীদের তান্ডব রক্ষীবাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে। দেশের সর্বোচ্চ আদালতে টানা ২ দিন সরকার দলীয় গোন্ডা গোন্ডিদের তান্ডব বিচার বিভাগের দীর্ঘদিনের ঐতিহ্যকে ভূলুন্ঠিত করেছে। জাতীয় প্রেসক্লাবে সরকারদলীয় সন্ত্রাসীদের র্ববরতা আওয়ামী দুঃশাসনে বিধ্বস্ত গনতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। যতই হুমকী-ধামকী দেখান না কেন, গনতন্ত্র বিনাশী সরকারের প্রহসনের নির্বাচন যে কোন মূল্যে প্রতিহত কার হবেই। ১৮ দল কেন্দ্র ঘোষিত আজ বুধবার থেকে দেশব্যাপী লাগাতার অবরোধ সর্বাত্মকভাবে সফলের মাধ্যমে বাকশালী খুনী সরকারের পতন চুড়ান্ত পতন নিশ্চিত করা হবে।

তিনি মঙ্গলবার ১৮ দলীয় জোট কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে নগরীর কোর্ট পয়েন্টে সিলেট জেলা ও মহানগর ১৮ দলীয় জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও মহানগর যুগ্ম সাধারন সম্পাদক আজমল বখ্‌ত চৌধুরী সাদেকের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপসি’ত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল গাফ্‌ফার, মহানগর সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন, জেলা সহ-সভাপতি এডভোকেট নুরুল হক, মহানগর সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম, মহানগর জমিয়তের সহ-সভাপতি হাফিজ মাওলানা খলীলুর রহমান, এলডিপি জেলা সভাপতি সায়েদুর রহমান চৌধুরী রুপা, মহানগর খেলাফত মজলিসের সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান, লেবার পার্টির জেলা সাধারন সম্পাদক দেওয়ান মতিউর রহমান খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, মহানগর সাংগঠনিক সম্পাদক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ ও মো: শাহজাহান আলী, মহানগর জমিয়তের যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী ও মাওলানা ফারুক আহমদ, মহানগর বিএনপির আইনবিষয়ক সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু, সহ-দপ্তর সম্পাদক মাহবুব কাদির শাহী, বিএনপি নেতা এমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, সৈয়দ বাবুল হোসেন, ডা. আশরাফ আলী, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মুনিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও মহানগর সহ-সভাপতি সালাহ উদ্দিন মামুন, বিএনপি নেতা নুরুল ইসলাম নুরু, এডভোকেট ফখরুল হক, আফজাল উদ্দিন, হাবিবুর রহমান শিলু, শেখ ইলিয়াস আলী, আজমল আলী, মুকুল মোর্শেদ, পিয়ার উদ্দিন পিয়ার, যুবদল নেতা আলাউদ্দিন আলাই, শাহ মাহমুদ আলী, আল মামুন খান, সিরাজুল ইসলাম, মোস্তাক আহমদ, দেলোয়ার হোসেন মাসুম, ছাত্রদল নেতা সোয়েব চৌধুরী, লুৎফুর রহমান, সালেহ আহমদ খান, লোকমান তালুকদার, রুমেল শাহ, লোকমান আহমদ প্রমুখ। -বিজ্ঞপ্তি





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License