আমাদের সিলেট ডটকম:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নগরীসহ সিলেট নগরীর বিভিন্নস্থানে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত রাতে অভিযান চালিয়ে ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৯ জনকে সিলেট মহানগর এলাকা এবং বাকি ২৮ জনের মধ্যে ১১জনকে সিলেট জেলা ও ১৭জনকে অন্য তিন জেলার বিভিন্ন থানা এলাকা থেকে আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আয়ুব জানান, মহানগরের কোতয়ালী থানায় আটকৃত ৯ জনের মধ্যে কোতয়ালী থানা ১, জালালাবাদ ৪, দক্ষিণ সুরমায় ২, শাহপরাণ থানা ১ ও মোগলাবাজার থানা এলাকা থেকে ১ একজনকে আটক করা হয়। এদের মধ্যে ২জন শিবিরকর্মী বলে জানান মহানগর পুলিশের এই কর্মকর্তা।
এদিকে সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ কমিশনার রওশনুজ্জামান সিদ্দিকী জানান, বিভাগের ৪ জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করা হয়েছে। তাদেরকে বিভিন্ন নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে মঙ্গলবার রাতে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপি নেতা আলা উদ্দিনকে গ্রেফতার করেছে । উপজেলার হাবড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হরতাল অবরোধ চলাকালে গাড়ি ভাংচুর অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকান্ডের ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলার আসামী বলে জানায় পুলিশ।
নির্বাচনকে সামনে রেখে পুলিশের অভিযান নগরীসহ বিভিন্ন জেলা থেকে আটক ৩৭
Wednesday, January 1, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment