শাবিতে র‌্যালী পরবর্তী সমাবেশে বক্তারা : ‘হামলাকারীদের গ্রেফতার করে জাতিকে কলঙ্কমুক্ত করুন’

Tuesday, December 31, 2013

আমাদের সিলেট ডটকম:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুপ্রীম কোর্টের আইনজীবি ও প্রেসক্লাবের সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতার করে জাতিকে কলঙ্কমুক্ত করুন। আজ পুরো বাংলাদেশকে একটি কারাগারে পরিণিত করা হয়েছে। গনগ্রেফতার চালানো হচ্ছে, সহ্যই করা হচ্ছেনা বিরোধীমতকে অথচ জাতির বিবেকদেরকে যেভাকে হেনস’া করা হয়েছে তার বিরুদ্ধে কোন ব্যাবস্থাই নেয়া হচ্ছেনা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুপ্রিম কোর্টের আইনজীবী ও প্রেসক্লাবের সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশী জাতীয়তাবাদ ও ধর্মীয় মুল্যবোধে উদ্ভুদ্ধ শিক্ষক ফোরাম কর্তৃক আয়োজিত এক র‌্যালি উত্তর সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামাল আহমদ চৌধুরী এসব কথা বলেন।

গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় একাডেমিক বিল্ডিং ‘ই’র সামন থেকে র‌্যালীটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়। মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশী জাতীয়তাবাদ ও ধর্মীয় মুল্যবোধে উদ্ভুদ্ধ শিক্ষক ফোরাম আহবায়ক অধ্যাপক ড.সাজেদুল করিমের সভাপতিত্বে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. তাজউদ্দীনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামাল আহমেদ চৌধুরী।

সভাপতির বক্তব্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, মার্চ ফর ডেমোক্রেসি ছিল দেশের সেই সব মানুষের আন্দোলন যারা দেশে গণতন্ত্র সুপ্রতিষ্টিত করতে চায়। কিন’ আপনারা এটা দলীয় সন্ত্রাসীদের দিয়ে প্রতিহতের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছেন। গত দুদিন আগে সুপ্রমকোর্টের আইনজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কলম সৈনিকদের শান্তিপূর্ণ প্রোগ্রামে পুলিশের উপস্থিতিতে যে ধরণের বর্বরোচিত আক্রমন চালানো হয়েছে তার নিন্দা জানানোর ভাষা কারোও জানা নেই। তাই অবিলম্বে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করেন নতুবা দেশের মানুষ বলতে বাধ্য হবে আওয়ামীলীগ কখনো গণতন্ত্রের পক্ষে ছিলনা।

এ সময় আরো বক্তব্য রাখেন এপ্লায়েড সায়েন্স অনুষদের সাবেক ডিন আইপিই বিভাগের অধ্যাপক প্রকোশলী মো. ইকবাল, ব্যবসা প্রশাসন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নজরুল ইসলাম, সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক আ.ক.ম মাহবুবুজ্জামান, সাবেক প্রক্টর ড. গোলাম আলী হায়দার, অধ্যাপক রহমত উলৱাহ, অধ্যাপক ড. আতিউল্লাহ, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মোজাম্মেল হক, ইঞ্জিনিয়ার জয়নাল ইসলাম চৌধুরী, শাবি অফিসার্স এশোসিয়শনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদেীসী, সহায়ক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা শান্তিপূর্ন কর্মসূচি পালনের জন্য রাজপথে নেমে এলে সরকারের দলীয় সন্ত্রাসী বাহিনী শিক্ষকদের উপর হামলায় চালিয়ে কয়েকজন শিক্ষককে গুরুতরভাবে আহত করে, কলংকিত করে মানবতাবোধকে। ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনী উপসি’ত থাকলেও সন্ত্রাসীদের কোন ধরনের বাধা দেয়নি। দলীয় সন্ত্রাসী বাহিনী দিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবিদেরকে পিটিয়ে আহত করে সরকার বিচার বিভাগকে কলংকিত করেছে। সাংবাদিকদের উপর হামলার মধ্য দিয়ে সরকার আবার গণমাধ্যমের উপর নগ্ন হস্তক্ষেপ চালিয়েছে। জাতীয় প্রেস ক্লাবের মত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনী উপসি’তিতে আওয়ামী ক্যাডার বাহিনী সাংবাদিকদের হামলা চালিয়ে সাংবাদিকদেরকে আহত করেছে। প্রেসক্লাবের আসবাবপত্র ও গাড়িতে ভাংচুর করেছে। অবিলম্বে এসব ন্যাক্কারজনক কর্মকান্ডে জড়িতদের ভিডিজ ফুটেজ দেখে সন্ত্রাসীদের গ্রেফতারের করে শাস্তির আওতায় আনেন। নতুবা সারা দেশের সাথে একাত্বতা ঘোষণা করে আমরাও রাজপথে নামথে বাধ্য হব।

এ সময় তারা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, দেশের ৯০ ভাগ মানুষের দাবি মেনে নিন। হত্যা, গুম, সন্ত্রাস ও নৈরাজ্যের রাজনীতি পরিহার করুন । দলীয় স্বার্থ পরিহার করে দেশের মানুষের দাবি মেনে নিয়ে এই মুহূর্তে ক্ষমতা থেকে পদতা্যগ করে গণতন্ত্রকে রক্ষা করুন।

এ সময় অনান্যের মধ্যে উপসি’ত ছিলেন এফ.ই.টি বিভাগের বিভাগীয় প্রধান ড. ইফতেখার আহমদ, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড, নজরুল ইসলাম, সমাজকর্ম বিভাগের ড. ইসমাইল হোসেন, জিইবি বিভাগের বিভাগীয় প্রধান ড. আবুল কালাম আজাদ, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, রসায়ন বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সেলিম, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আ.ফ.ম জাকারিয়া, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. রিজাউল ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যপক মাসুদ আলম, এফইটি বিভাগের সহকারী অধ্যপক রবিউল ইসলাম, বেলাল হোসেন প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License