সব প্রস্তুতি শেষ : কাল ভোটগ্রহণ সিলেট বিভাগের ১০ আসনে ভোটার ৩০ লাখ

Friday, January 3, 2014

আমাদের সিলেট ডটকম:

রাত পোহালেই দশম জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশের ন্যায় সিলেটেও নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস’তি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আগামীকাল রোববার সকাল আট টা থেকে বিকেল চার টা পর্যন- ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

সিলেট বিভাগের মোট ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১০টি আসনে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে। সিলেট সদর আসনসহ বিভাগের ৯টি সংসদীয় আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এসকল আসনে এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। ১০টি আসনে ৩০ লক্ষাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

পাশাপাশি প্রধান বিরোধীদল নির্বাচনে অংশ না নেয়ায় নির্বাচনী উত্তাপ ছড়ায়নি ভোটারদের মধ্যে। তবে কোন কোন এলকায় প্রার্থীদের তুমুল প্রতিদ্বন্দিতার কারনে নির্বাচনী আমেজ দেখা গেছে। সিলেট বিভাগের ২১টি উপজেলা নিয়ে গঠিত ১০টি আসনে এবার প্রতিদ্বান্দতা করছেন ২২জন প্রার্থী। এ সকল আসনের মোট ৩ শ’ ৬০টি ভোট কেন্দ্রে ৩০ লাখ ৮ হাজার ৯৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোগ গ্রহণের জন্য ভোট কেন্দ্র গুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্তরে নিরাত্তা ব্যবস্থা গ্রহন করেছে। বিশেষ নিরাপত্তায় ব্যালট বাক্স, ভোটার তালিকাসহ সকল জিনিসপত্র গতকাল নির্দিষ্ট থানায় পৌছানো হয়েছে।

সিলেট জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ২টি আসনে এবার নিবাচন হচ্ছে।

সিলেট-২ (বালাগঞ্জ, বিশ্বনাথ ও ওসমানীনগর)আসনে মহাজোট সমর্থিত প্রার্থী ইয়াহইয়া চৌধুরী লাঙ্গল প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিলেট-৪ (জৈন-াপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইমরান আহমদ (নৌকা প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরুক আহমদ (আনারস প্রতীক) নিয়ে ।

সুনামগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে ৩টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সুনামগঞ্জ-১ আসনে (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা- মধ্যনগর) থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সৈয়দ মোয়াজ্জেম হোসেন রতন (নৌকা) প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামীলীগের বিদ্রোহী সৈয়দ রফিকুল হক (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।

সুনামগঞ্জ-৩ আসনে (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য এম এম মান্নান ( নৌকা) প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামীলীগের বিদ্রোহী আজিজুস সামাদ ডন (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।

সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক-দোয়ারাবাজার) আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ( নৌকা) প্রতীক ও বি এন এফ মনোনীত প্রার্থী হিসেবে আশরাফ হোসেন (টেলিভিশন) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।

মৌলভীবাজার জেলার ২টি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মৌলভীবাজার- ১ (বড়লেখা-জুড়ী) আসনে আওয়ামীলীগের বর্তমান এমপি শাহাব উদ্দিন ও জাপার প্রার্থী আহমেদ রিয়াজ একে অপরের প্রতিদ্বন্দ্বীতা করছেন।

মৌলভীবাজার-২ কুলাউড়া-কমলগঞ্জ (একাংশ) সংসদীয় আসনে জাতীয় পার্টির প্রার্থী মহিবুল কাদির চৌধূরী লাঙ্গল প্রতিক নিয়ে এবং কুলাউড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনারস প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতা করচ্ছেন।

হবিগঞ্জ জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে ৩টিতে ভোট গ্রহণ অনষ্ঠিত হবে। হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ)আসনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে বর্তমান এমপি এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে জেলা জাপা সাধারণ সম্পাদক শংকর পাল এবং আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আফছার আহমেদ রূপক প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনে নৌকা প্রতীক নিয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এবং লাঙ্গল প্রতীক নিয়ে জেলা জাপা সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগ প্রার্থী এডভোকেট মাহবুব আলী ও তালা প্রতীক নিয়ে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সৈয়দ তানভীর আহমেদ এবং লাঙ্গল প্রতীক নিয়ে জাপা নেতা আহাদ উদ্দিন চৌধুরী শাহীন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিলেট-২ (বালাগঞ্জ, বিশ্বনাথ ও ওসমানীনগর)আসনে ভোট গহনের জন্য সকল প্রস’তি স্মপন্ন করছে নির্বাচন কমিশন। সুষ্ঠুভাবে ভোগ গ্রহণের জন্য ভোট কেন্দ্র গুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স-রে নিরাপত্ত গ্রহন করেছে। বিশ্বনাথ উপঝেরার মোট ৭৪টি ভোট কেন্দ্রে ১ লাখ ৩২ হাজার ২৬৫ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটা ৬৬ হাজার ৪০ জন ও নারী ভোটার ৬৬ হাজার ২২৫জন।

ওসমানী নগর ও বালাগঞ্জে মোট কেন্দ্র ৬৫টি কেন্দ্রে ১ লাখ ৫৫ হাজার ১২৬ জন ভোটার ভোট প্রয়োগ করবেন।

সিলেট-৪ আসনে আওয়ামী লীগের দুই প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বর্তমান সংসদ সদস্য ইমরান আহমদ (নৌকা) প্রতীক ও যুক্তরাষ্ট্র প্রবাসী ফারুক আহমদ (আনারস) প্রতীক। জৈন-াপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা নিয়ে ২৩২-সিলেট-৪ আসন গঠিত।

সীমান-বর্তী জনপদের এই তিন উপজেলার মোট-ভোটার সংখ্যা ৩ লক্ষ ২৭ হাজার, ২শত ২ জন রয়েছেন। ভোট কেন্দ্র রয়েছে মোট ১১৪টি। তার মধ্যে ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে অন-ত ২৮টি। তিন উপজেলায় মোট-১১৪জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ৬৩২জন এবং পোলিং অফিসার ১২৬৪জন নির্বাচনী কাজে দায়িত্ব পালন করবেন। জৈন-াপুর উপজেলায় ভোটার সংখ্যা ৯০ হাজার ২শত, ৬৫জন, মোট ভোট কেন্দ্র ৩২টি। প্রিজাইডিং অফিসার ৩২জন, সহকারী প্রিজাইডিং অফিসার ১৬৯জন ও পোলিং অফিসার ৩৩৮জন। গোয়াইনঘাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৫৪ হাজার, ৪শত, ৩০জন, মোট ভোট কেন্দ্র ৫০টি। প্রিজাইডিং অফিসার ৫০জন,সহকারী প্রিজাইডিং অফিসার ৩১২জন ও পোলিং অফিসার ৬২৪জন। কোম্পানীগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮২ হাজার ৫শত,৭জন, মোট ভোট কেন্দ্র ৩২টি। প্রিজাইডিং অফিসার ৩২জন, সহকারী প্রিজাইডিং অফিসার ১৫১জন ও পোলিং অফিসার ৩০২জন দায়িত্বে রয়েছেন।

ইতোমধ্যে প্রশাসন নির্বাচনের যাবতীয় প্রস’তি মুলক কাজ সম্পন্ন করেছে। নির্বাচন সুষ্ঠু ভাবে শেষ করতে বিভিন্ন এলাকায় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। জৈন-াপুর,গোয়াইনঘাটও কোম্পানীগঞ্জ উপজেলার প্রত্যান- এলাকায় সেনাবাহিনী,র‌্যাব, বিজিবি ও পুলিশরে টহল কাজ জোরদার করা রয়েছে।

সুনামগঞ্জের ৩টি সংসদীয় আসনে শানি-পূর্নভাবে ভোট গ্রহণের লক্ষ্যে আইন শৃংখলা বাহিনীর বিশেষ নিরাপত্তায় ব্যালট বাক্স, ভোটার তালিকাসহ সকল জিনিসপত্র গতকাল বৃহস্পতিবার নির্দিষ্ট থানায় পৌছানো হয়েছে।

জেলা নির্বাচন অফিস জানায়, এবার ৩টি আসনের ৭টি উপজেলা ২টি পৌরসভায় ৬০ টি ইউনিয়ন পরিষদের ৫৫৮ টি ওয়ার্ডে ৪৩৬ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ভোট কেন্দ্র গুলিকে দুইভাগে বিভক্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র হিসেবে ২১০টি কেন্দ্রের মধ্যে সমতল এলাকার ১৫৯ টি ও হাওর এলাকায় ৫১ টি, সাধারণ ভোট কেন্দ্র হিসেবে ২২৬ টি কেন্দ্রের মধ্যে সমতল এলাকার ১৭৬ টি ও হাওর এলাকায় ৫০ টি চিহ্নিত করা হয়েছে।

এবারের নির্বাচনে পুরুষ থেকে মহিলা ভোটারের সংখ্যা বেশি। ৩টি আসনে এবার মোট ভোটার ৯ লাখ ৫৬ হাজার ৮৫২ জন। পুরুষ ভোটার ৪ লাখ ৭৯ হাজার ২৪৩ জন, মহিলা ভোটার ৪ লাখ ৮১ হাজার ৬১৮জন।

সুনামগঞ্জ-১ আসনে (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা- মধ্যনগর) পুরুষ ভোটার ১ লাখ ৭৬ হাজার ৫৪৭ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৪ হাজার ৩৯৯ জন।

সুনামগঞ্জ-৩ আসনে (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) পুরুষ ভোটার ১লাখ ২৮ হাজার ১০৪ জন ও মহিলা ১ লাখ ২৯ হাজার ৯৩৫ জন।

সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক-দোয়ারাবাজার) পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৫৯২ জন ও মহিলা ভোটার ১লাখ ৭৭ হাজার ২৮৪ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, এ নির্বাচনে ২৩ জন নির্বাহী ও ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ৩টি আসনের ৭টি উপজেলায় পুলিশের পাশা-পাশি আইনশৃঙ্খলা রক্ষায় সেনা, বিজিবি ও র‌্যাব টহল দিবে। প্রতিটি উপজেলায় ভ্রাম্যমান আদালত থাকবে।

মৌলভীবাজার- ১ (বড়লেখা-জুড়ী) আসনে আওয়ামীলীগের বর্তমান এমপি শাহাব উদ্দিন ও জাপার প্রার্থী আহমেদ রিয়াজ একে অপরের প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ পর্যন- প্রচারনায় এগিয়ে রয়েছেন আওয়ামীলীগের প্রার্থী বর্তমান এমপি শাহাব উদ্দিন। ২ টি উপজেলা, ১৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে ভোটার সংখ্যা- ২,৩২,৩৭১ জন। বড়লেখা উপজেলায় ১টি পৌরসভা, ১০ টি ইউনিয়নে ভোটার সংখ্যা- ১৪৬, ৫৮২ জন, পুরুষ ভোটার-৭১,৩৭৪ জন, মহিলা-৭৫,২০৮ জন। ভোট কেন্দ্র-৫৭ টি, কক্ষ-২৬৬ টি। জুড়ী উপজেলায় ৬ টি ইউনিয়নে ভোটার সংখ্যা- ৮৫,৭৮৯ জন, পুরুষ ভোটার-৪৩,৩৫৩ জন, মহিলা-৪২,৪৩৬ জন। ভোট কেন্দ্র-৩৮ টি, কক্ষ-১৬৮ টি। ভোট গ্রহনের সব প্রস’তি সম্পন্ন হয়েছে। আইন শৃঙ্খলা বাহীনির টহল জোরদার করা হয়েছে। ইতোমধ্যে ভোট গ্রহনের প্রয়োজনীয় সামগ্রী এসেছে স্থানীয় নির্বাচন অফিসে।

দশম সংসদ নির্বাচনে ২৩৬-মৌলভীবাজার-২ কুলাউড়া-কমলগঞ্জ (একাংশ) আসনে ২,৮১,১০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৪০,৭১১ এবং মহিলা ভোটারের সংখ্যা ১,৪০,৩৯২ জন। স’ানীয় নির্বাচন অফিস সূত্রে জানা গেছে এই আসনে ১টি পৌরসভা সহ ১৭টি ইউনিয়ন তন্মধ্যে কুলাউড়া উপজেলার ১টি পৌরসভা সহ ১৩ টি ইউনিয়ন এবং কমলগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়ন রয়েছে। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১২২টি তন্মধ্যে কুলাউড়া উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৯৩টি এবং কমলগঞ্জ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২৯টি। জানা গেছে এই আসনে মোট কক্ষের সংখ্যা ৫৪৩টি এর মধ্যে কুলাউড়া উপজেলায় মোট ভোট কক্ষের সংখ্যা ৪০৫টি এবং কমলগঞ্জ উপজেলায় মোট ভোট কক্ষের সংখ্যা ১৩৮টি। অপর এক খবরে জানা গেছে, কুলাউড়া উপজেলায় ৯৩টি ভোট কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকি পূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা ২২টি,ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৫১টি এবং সাধারন ভোট কেন্দ্রের সংখ্যা ২০টি রয়েছে। অধিক ঝুঁকিপর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে গুলিতে আজ শনিবার কঠোর সর্তকতার সংগে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর প্রস’তি গ্রহন করা হয়েছে। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম জানান, ভোট গ্রহনের যাবতীয় প্রস’তি সম্পন্ন করা হয়েছে। আজ শনিবার সবগুলো কেন্দ্রে পুলিশ প্রহরায় নিরাপত্তার মধ্য দিয়ে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার গন নির্বাচনী মালামাল নিয়ে ভোট কেন্দ্রে অবস’ান করবেন। তিনি আরও জানান, সকল ভোটার নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তিনি জানান, মৌলভীবাজার -২ আসনে শানি-পূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন সংশ্লিষ্ট সকলে প্রতিশ্রুতি বদ্ধ। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী মহিবুল কাদির চৌধূরী লাংগল প্রতিক নিয়ে এবং কুলাউড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনারস প্রতিক নিয়ে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন।

হবিগঞ্জের ৪টি আসনের মধ্যে ৩টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ প্রার্থী। হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন জাতীয় পার্টি প্রার্থী এমএ মুনিম চৌধুরী বাবু। ইতিমধ্যেই নির্বাচনে ভোট গ্রহণের জন্য সকল প্রস’তি সম্পন্ন করা হয়েছে।

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) ২লাখ ৬৯ হাজার ৫৪০ জন ভোটারের এ আসনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান এমপি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে জেলা জাপা সাধারণ সম্পাদক শংকর পাল এবং আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আফছার আহমেদ রূপক।

হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) এ আসনে ভোটার রয়েছেন ২ লাখ ৮৬ হাজার ৭৭৩ জন। এখানে নৌকা প্রতীক নিয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এবং লাঙ্গল প্রতীক নিয়ে জেলা জাপা সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) চা বাগান অধ্যুষিত এ আসনে ভোটার আছেন ৩ লাখ ৬৭ হাজার ৭১৩ জন। আসনটিতে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট মাহবুব আলী, তালা প্রতীক নিয়ে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সৈয়দ তানভীর আহমেদ, লাঙ্গল প্রতীক নিয়ে জাপা নেতা আহাদ উদ্দিন চৌধুরী শাহীন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৩টি আসনে মোট ভোটার রয়েছেন ৯ লাখ ২৪ হাজার ২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৫৭ হাজার ৫শ’ ৭০ এবং মহিলা রয়েছেন ৪ লাখ ৬৬ হাজার ৪শ’ ৫৬ জন। ৪৫৪টি ভোট কেন্দ্রে ১ হাজার ৯২০টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হবে। প্রিজাইডিং অফিসার ৪৫৪, সহকারী প্রিজাইডিং ১৯২০ এবং পোলিং অফিসার ৩৮৪০ জন নিয়োগ করা হয়েছে। ইতিমধ্যে তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে ১৪ জন পুলিশ, আনসার, ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন। ৩টি নির্বাচনী এলাকায় ভিজিল্যান্স টিম, মনিটরিং টিম ছাড়াও ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License