সুপ্রিম কোটে হামলার প্রতিবাদে সিলেটে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল

Monday, December 30, 2013

আমাদের সিলেট ডটকম:

বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্টের বিজ্ঞ সিনিয়র আইনজীবীদের উপর আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ সন্ত্রাসীদের অতর্কিত হামলার প্রতিবাদে ও সুপ্রিম কোর্ট বার-এর নির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপিকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার সিলেট জেলা জজ কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি সিলেট জেলা জজ কোর্ট প্রাঙ্গণ প্রদক্ষিণ করে ৩নং বার হলের সম্মুণে প্রতিবাদ সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক। সভা পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পিপি এডভোকেট আব্দুল গফ্‌ফার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ, সহ-সভাপতি আনোয়ার হোসেন, এডভোকেট আখতার বকস জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক এডভোকেট নাসিরুজ্জামান নাজিম, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট মহসিন আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত জাহাঙ্গীর, ইসলামিক ল’ইয়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট আলিম উদ্দিন, এডভোকেট মুহিবুর রহমান, এডভোকেট শাহ মোহতাদিনুর রহমান সেলিম, এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, এডভোকেট আবুল ফজল, এডভোকেট জিয়াউদ্দিন নাদের, এডভোকেট আনছারুজ্জামান, এডভোকেট মুহিউদ্দিন, এডভোকেট আতিকুর রহমান, এডভোকেট বাবুল বেগ, এডভোকেট জাহানারা বেগম, এডভোকেট ফখরুল হক, এডভোকেট তাজউদ্দিন মাখন, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট মোমিনুল ইসলাম মুমিন, এডভোকেট মির্জা ইয়াকুত হোসেন, এডভোকেট কবির আহমদ বাবর, এডভোকেট ইস্রাফিল আলী, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমী, এডভোকেট সাইদুর রহমান আলেক, এডভোকেট কাজী সেবা, এডভোকেট খুরশেদ আলম, এডভোকেট আব্দুর রব, এডভোকেট দেলওয়ার হোসেন শামীম, এডভোকেট জামিল আহমদ রাজু, এডভোকেট সাইফুল ইসলাম, এডভোকেট নাজমুল হোসাইন প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত ২৯ ডিসেম্বর বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্টে বর্তমান সরকারের লেলিয়ে দেওয়া আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ সন্ত্রাসীরা আইনজীবীদের উপর যে নির্মম নির্যাতন চালিয়েছে তা অতীতের সকল রেকর্ডকে ভঙ্গ করেছে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও সুষ্ঠুবিচার দাবী করছি। নেতৃবৃন্দ সুপ্রিম কোর্ট বার-এর নির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি সহ গ্রেফতারকৃত জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবী জানান।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License