শীর্ষ নিউজ: দশম জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে বাংলাদেশ সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের উপ-মুখপাত্র ম্যারি হার্ফ। এটা কোনো শুভ লক্ষণ নয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অবস্থা পর্যালোচনা করছে এবং প্রয়োজন মতো পদক্ষেপ নিচ্ছে।
বৃহস্পতিবার ওয়াশিংটনে নিয়মিত প্রেসব্রিফিংয়ে এ কথা বলেন ম্যারি হার্ফ।
বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গৃহবন্দি কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ম্যারি হার্ফ জানান, এ বিষয়ে তার কিছু জানা নেই। এ ব্যাপারে স্টেট ডিপার্টমেন্ট খোঁজ নেবে।
প্রধান বিরোধী দলহীন নির্বাচনে অর্ধেকেরও বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার বিষয়টিকে যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে- এর জবাবে হার্ফ বলেন, আমি নির্বাচনের ফলাফলের পরে যা বলা দরকার তা এখনই বলতে চাই না। বিষয়টি স্পষ্ট যে, তারা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পদক্ষেপ নেয়নি। সুতরাং এটা কোনো শুভ লক্ষণ নয়।
যুক্তরাষ্ট্র নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না এবং দু’দলের মধ্যে সমঝোতা না হওয়ায় আবারো হতাশা প্রকাশ করে ম্যারি হার্ফ বলেন, এ সপ্তাহের শেষে সংসদ নির্বাচন। আমরা নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছি না।
No comments:
Post a Comment