আমাদের সিলেট ডটকম:
বুধবার সন্ধ্যায় কুলাউড়া উপজেলার কৌলা এলাকায় কুলাউড়া-২ আসনের জাতীয় পার্টির (এরশাদ} প্রার্থী মুহিবুল কাদির চৌধূরী পিন্টুর লাংগল প্রতিকের নির্বাচনী প্রচারণায় নিয়োজিত সিএনজি গাড়ীতে হামলা করা হয়েছে। হামলায় লাল মিয়া (২৪) নামে এক কর্মী আহত হয়েছেন।
ঠিক একি সময়ে উপজেলার ভাটেরা স্টেশনবাজার এলাকায় এই আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মতিনের আনারস মার্কার প্রচারনার সিএনজি গাড়ীতে হামলা চালানো হয়। ঘটনার পর পুলিশ গাড়ীটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনায় মনির মিয়া (৩০) নামে একব্যাক্তি আহত হয়ে কুলাউড়া উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে প্রার্থীর পক্ষ থেকে কুলাউড়া থানায় ৭/৮ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।
কুলাউড়া নির্বাচনী প্রচারনার গাড়ী ভাংচুর
Thursday, January 2, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment