আমাদের সিলেট ডটকমঃ
ভোটার বিহীন নির্বাচন বন্ধের এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কে আবরুদ্ধ রাখার প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে ১৮ দলের মৌন মিছিলে যৌথ বাহিনীর বাধার কারণে শনিবার সন্ধ্যায় স্থানীয় বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি‘র কেন্দ্রীয় নেতা এডঃ আবেদ রাজা। সংবাদ সম্মেলনে ১৮ দলের শান্তিপূর্ণ ও নিয়ম তান্ত্রিক মৌন মিছিলে পুলিশের অন্যায় আচরণের প্রতিবাদ জানানো হয়। তিনি বলেন, রাষ্ট্রের প্রতিনিধি হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই আচরণ শান্তিপূর্ণ নাগরিকদের মৌলিক অধিকার খর্ব করা হয়েছে। মৌন মিছিল শুরুর প্রাক্কালে পুলিশ শান্তি প্রিয় ১৮ দলের নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার কেড়ে নিয়ে ছিড়ে ফেলার তীব্র প্রতিবাদ জানান। পুলিশের আচরণের প্রতিবাদে আগামী ৭ জানুয়ারী উপজেলায় ১৮ দলের কালো পতাকা মিছিলের ঘোষনা দেয়া হয়। সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য বিএনপি নেতা অধ্যাপক সাইফুল ইসলাম, উপজেলা ১৮ দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও জামায়াতের আমীর আব্দুল বারী ও উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ উপসি’ত ছিলেন। সংবাদ সম্মেলনে অন্যায় আচরণকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।
মৌন মিছিলে পুলিশি বাঁধার প্রতিবাদে কুলাউড়ায় ১৮ দলের সংবাদ সম্মেলন ॥ ৭ জানুয়ারী কুলাউড়ায় ১৮ দলের কালো পতাকা মিছিলের ঘোষনা
Saturday, January 4, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment