দেশ বিরোধী চক্রান্ত-ষড়যন্ত্র প্রতিহত করার অঙ্গীকারে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে আয়োজিত সমাবেশ থেকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সমৃদ্ধি বিরোধী সকল চক্রান্ত-ষড়যন্ত্র প্রতিহত করার অঙ্গীকার ঘোষণা করা হয়েছে।
শনিবার ৪ জানুয়ারি ছিল ঐতিহ্যের পতাকাবাহী মহান মুক্তিযুদ্ধের অন্যতম চালিকাশক্তি বাংলাদেশ ছাত্রলীগের ৬৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী। সারা দেশে বিপুল উৎসাহ-উদ্দীপনায় দিনটি উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ছাত্রলীগের সিলেট মহানগর শাখা দুপুরে বিশাল এক আনন্দ মিছিল বের করে।
আনন্দ মিছিলটি ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে বের হয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিল শুরুর আগে রেজিস্টারি মাঠে এক সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আ. ন. ম শফিকুল হক, মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এবং মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদারসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নকে সামনে রেখেই বঙ্গবন্ধু শেখ মুজিবুরর রহমান ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। এ সংগঠন জাতির জনকের সেই স্বপ্ন পূরণ করেছে। এবার বঙ্গবন্ধু-কন্যা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণ করে জাতিকে অর্থনৈতিক মুক্তি এনে দেবে।
নেতৃবৃন্দ বলেন, বিএনপি-জামাত বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চক্রান্ত করেছে। এই চক্রান্ত করতে ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বক্তারা অভিযোগ করেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচাতেই হরতাল-অবরোধ করে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলেছেন। সর্বনাশ ঘটাতে চাইছেন দেশের অর্থনীতির; কিন্তু এত কিছু করেও সফল হবেন না।
তারা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় দশম জাতীয় সংসদ নির্বাচন সফল করতে জনগণের প্রতি আহ্বান জানান।
No comments:
Post a Comment