বানিয়াচংয়ে আ’লীগ প্রার্থীর প্রচারণার মাইক ভাঙচুর

Thursday, January 2, 2014

আমাদের সিলেট ডটকম:

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল মজিদ খানের প্রচারণার মাইক ভাঙচুর করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে বানিয়াচং উপজেলা সদরের যাতুকর্ণপাড়া এলাকায় এ ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিকেলে আব্দুল মজিদ খানের সমর্থনে বানিয়াচং উপজেলা সদরে রিকশায় মাইকিং করে নির্বাচনী প্রচারণা করছিলেন তার সমর্থক ইন্দ্রজিত ভট্টাচার্য।

এ সময় প্রচার মাইকটি যাতুকর্ণপাড়ায় পৌঁছালে ছাত্রদলের একদল নেতাকর্মী ইন্দ্রজিত ভট্টাচার্যকে মারপিট ও মাইকটি ভাঙচুর করে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফীন জানান, হামলাকারীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License