আমাদের সিলেট ডটকম:
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল মজিদ খানের প্রচারণার মাইক ভাঙচুর করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে বানিয়াচং উপজেলা সদরের যাতুকর্ণপাড়া এলাকায় এ ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিকেলে আব্দুল মজিদ খানের সমর্থনে বানিয়াচং উপজেলা সদরে রিকশায় মাইকিং করে নির্বাচনী প্রচারণা করছিলেন তার সমর্থক ইন্দ্রজিত ভট্টাচার্য।
এ সময় প্রচার মাইকটি যাতুকর্ণপাড়ায় পৌঁছালে ছাত্রদলের একদল নেতাকর্মী ইন্দ্রজিত ভট্টাচার্যকে মারপিট ও মাইকটি ভাঙচুর করে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফীন জানান, হামলাকারীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বানিয়াচংয়ে আ’লীগ প্রার্থীর প্রচারণার মাইক ভাঙচুর
Thursday, January 2, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment