সিলেটে মতবিনিময় কালে ড. একে আব্দুল মোমেন বাংলাদেশে রাজনৈতিক পরিপক্বতা আসেনি

Friday, January 3, 2014

আমাদের সিলেট ডটকম:

জাতি সংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের অনুজ ড. একে আব্দুল মোমেন বলেছেন,বাংলাদেশে রাজনৈতিক ম্যাচুরিটি বা পরিপক্বতা আসেনি। স্বাধীনতার ৪৩ বছরে নানা ক্ষেত্রে বাংলাদেশ সাফল্য অর্জন করলেও রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনে ও গণতান্ত্রয়নে আমাদের অভিজ্ঞতা সুখকর নয়।

ড. মোমেন আজ সকালে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।

ড. মোমেন আসন্ন নির্বাচনে বিদেশী পর্যবেৰক না আসা প্রসঙ্গে বলেন, বিদেশী পর্যবেক্ষক ডেকে আনা মানে অন্যদের মাতব্বরী করতে দেয়া। বিশ্বের নানা দেশে নির্বাচন হয়। জাতি সংঘ কোন পর্যবেক্ষক পাঠায় না। বিদেশী পর্যবেৰক তো দূরের কথা। এমনকি অনেক দেশে নির্বাচনের দিন সরকারী ছুটিও দেয়া হয়না। কেবল জাতি সংঘের পক্ষ থেকে ঐ সব দেশের টেকনিক্যাল সহায়তা দেয়া হয়।

আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করে ড. মোমেন বলেন, নির্বাচনে কারচুপির দিন শেষ হয়ে গেছে। এখন নির্বাচনে কারচুপির খুব একটা সুযোগ নেই।

ড. মোমেন বলেন- বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ থেকে শান্তি মিশনে লোক পাঠানো সহজ। তাই জাতিসংঘও বাংলাদেশ থেকে লোক নিতে বেশি আগ্রহী। বর্তমানে শান্তি মিশনে বাংলাদেশের সবচেয়ে বেশি শান্তি রক্ষী রয়েছে। সুনামের সাথে তারা দায়িত্ব পালন করে যাচ্ছে। সর্বশেষ, মালীতে শান্তি-মিশনে যোগ দিচ্ছেন ১৪৫০ জন বাংলাদেশী।

তিনি আরো বলেন, বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা দূরীকরণে জাতিসংঘের দূত হয়ে তারানকো বাংলাদেশে এসেছিলেন। তিনি দুই দলের মধ্যে সংলাপ আয়োজনে সফল হয়েছেন। তবে সময়ের কারণে তা ফলপ্রসূ হয়নি। তবে এই সংলাপ এক সময় সফল হবে।

ড. একে আবদুল মোমেন বলেন, জাতিসংঘে বাংলাদেশের সম্মান ও মর্যাদা বেড়েছে। জাতিসংঘের বিভিন্ন অভ্যন্তরীণ নির্বাচনে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়ছে ও বিজয়ী হচ্ছে। ৫ বছর আগেও জাতিসংঘে বাংলাদেশ এমন সম্মানজনক আসনে ছিল না।

বাংলাদেশ দরিদ্র দেশ হয়েও এমডিজি অর্জনে এগিয়ে যাচ্ছে উলেৱখ করে মোমেন বলেন, বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতিতে মডেল দেশে পরিণত হচ্ছে। বাংলাদেশে সরকারী বেসরকারী সংস্থাগুলো এমডিজি বা সহস্ত্রাব্দের লক্ষ্যমাত্রা অর্জনে এক যোগে কাজ করছে।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠাবে কি-না এমন প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন- এখনো বাংলাদেশে এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি। আর এরকম পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য সবাইকে সর্তক থাকতে হবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License