আমাদের সিলেট ডটকম:
সিলেট প্রেসক্লাবের নব-নির্বাচিত ও বিদায়ী কমিটির এক যৌথ সভা গতকাল ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়।
বিদায়ী সভাপতি আহমেদ নূরের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি ইকবাল সিদ্দিকী, বিদায়ী সহ-সভাপতি হুমায়ূন রশিদ চৌধুরী, নবনির্বাচিত সহ-সভাপতি আজিজুল হক মানিক ও মোহাম্মদ বদরুদ্দোজা বদর, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, বিদায়ী কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মো. রেনু, নবনির্বাচিত কোষাধ্যক্ষ কবীর আহমদ সোহেল, বিদায়ী সহ-সাধারণ সম্পাদক মো. আফতাব উদ্দিন, নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, বিদায়ী ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মদ আমজাদ হোসাইন, নব-নির্বাচিত ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আহবাব মোস্তফা খান, বিদায়ী পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আহমাদ সেলিম, নব-নির্বাচিত পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল মুকিত অপি, বিদায়ী নির্বাহী সদস্য ফারুক আহমদ, শাহাব উদ্দিন শিহাব, সৈয়দ সুজাত আলী ও ওবায়দুল হক চৌধুরী, নবনির্বাচিত নির্বাহী সদস্য কামাল উদ্দিন আহমেদ, নূর আহমদ ও মো. মুহিবুর রহমান।
নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর সভাপতি ইকবাল সিদ্দিকী দায়িত্ব পালনে প্রেসক্লাবের সকল সদস্যসহ সকল মহলের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, আমরা সকলের সহযোগিতা নিয়েই আগামি দিনে সিলেট প্রেসক্লাবকে এগিয়ে নিয়ে যেতে চাই। বিদায়ী কমিটির নেতৃবৃন্দ ক্লাব পরিচালনায় নবনির্বাচিত কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।
নবনির্বাচিত ও বিদায়ী কমিটির যৌথ সভা সিলেট প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
Tuesday, December 31, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment