বাপের বেটা, একাই ৪৫০

Saturday, January 4, 2014

বেড়া (পাবনা) মানবজমিন: পাবনার বেড়া উপজেলায় পাইকহাটি শহীদনগর উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে স্বরাষ্ট্র প্রতিমিন্ত্রী এডভোকেট শামসুল হক টুকুর ছেলে রঞ্জনের লোকজন জোর করে ব্যালটে সিল দিয়েছেন। এসময় প্রতিবাদ করতে গেলে স্বতন্ত্র প্রার্থী আবু সাইদের তালা প্রতীকের এজেন্ট নূর ইসলামকে মারধর করে তারা। আজ সকালে এ ঘটনা ঘটে। ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার শামসুর রহমান জানান, ১৫-২০ লোক ভয়ভীতি দেখিয়ে জোর করে ৯৯টি ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মেরে চলে যায়। ব্যালট নাম্বারগুলো হলো- ২৩৩২০১-৯৯টি। ওই কেন্দ্রে দায়িত্বপালনরত এসআই নজরুল ইসলাম বলেন, ভোটার সেজে কয়েকজন এসে সিল মেরে গেছে। আমরা বুঝতে পারিনি। সাথিয়াখোলা এবতেদায়ী মহিলা মাদ্রাসা, কাশিনাথপুর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জালাল উদ্দিন বলেন, ১৫ থেকে ২০ জন জোর করে সাড়ে তিনশ’ ভোট দেয়। দায়িত্বরত পুলিশ কনস্টেবল রুবেল হোসেন বলেন, আমরা দুই পুলিশ কি করবো। তারা জোর করে সিল মেরে চলে গেছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License