আমাদের সিলেট ডটকম:
বালাগঞ্জ থানা ছাত্র শিবিরের সভাপতি মো. রহমত আলীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বোয়ালজুড় বাজারের রাজাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রহমত আলী কাশিপুর গ্রামের কুতুব উল্লাহ পুত্র।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ১৮ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলাকালে বালাগঞ্জ তাজপুর সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। অফিসার ইন-চার্জ মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে পুলিশী অভিযানকালে অবরোধ সৃষ্টিকারী অন্যান্যরা পালিয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. আব্দুছ ছালেক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রহমত আলীর বিরুদ্ধে বালাগঞ্জ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর -০১, তারিখ ০১/০১/২০১৪। এছাড়াও তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে বালাগঞ্জ থানার (মামলা নম্বর -০৯, তারিখ ২৭/১০/২০১৩) একটি মামলা আদালতে বিচারাধিন রয়েছে।
বালাগঞ্জ থানা ছাত্র শিবিরের সভাপতি রহমত আলী গ্রেফতার
Thursday, January 2, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment