মানবজমিন: বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে তার গুলশানের বাসা থেকে বের হতে বাধা দেয়া হচ্ছে। তিনি নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসলেও তার বাসার গেটের সামনে পুলিশ ব্যারিকেড তৈরি করে রেখেছে। তার নিরাপত্তা রক্ষীরা পুলিশকে গেট ছেড়ে দিতে বললেও পুুলিশ তাতে সাড়া দিচ্ছেন না। এক পর্যায়ে খালেদা জিয়া নিজেই গাড়ির জানালা খোলে নিরাপত্তাকর্মীদের রাস্তা ছেড়ে দেয়ার অনুরোধ করেন। কিন্তু পুলিশ ও র্যাব সদস্যরা এতে সাড়া দেননি। খালেদা জিয়া বাসা থেকে বের হবেন এ খবরে দুপুরের পর বিপুল সংখ্যক পুলিশ ও র্যব সদস্য বাড়ানো হয়। এরআগে গতকাল সন্ধ্যা থেকেই খালেদা জিয়ার বাসার চারপাশ ঘিরে ফেলে পুলিশ। বিএনপি চেয়ারপার্সনের বাসার প্রবেশ পথে পাঁচটি বালু ভর্তি ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment