মানবজমিন: দ্বিতীয় দিনেও মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নেয়ার জন্য বাসা থেকে বের হতে পারেননি বিরোধী নেতা বেগম খালেদা জিয়া। বিকাল তিনটার পর থেকে তিনি বাসা থেকে বের হওয়ার চেষ্টা করেন। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার জন্য তিনি গতকালের মতো গাড়িতেও উঠেছিলেন। কিন্তু পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার বাধার কারণে তিনি বের হতে পারেননি। বিকাল পৌনে পাঁচটার দিকে বিরোধী নেতা গাড়ি থেকে নেমে বাসায় ফিরে যান। এরপর দলের চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে খালেদা জিয়ার বাসায় যান। এর কিছুক্ষণ পর দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীও সেখানে যান।
দ্বিতীয় দিনেও গতিরোধ, নেতাদের সঙ্গে বৈঠক করছেন খালেদা
Monday, December 30, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment