আমাদের সিলেট ডটকম:
বালাগঞ্জ থানা পুলিশ গত রোববার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে এক শিবির নেতাসহ ৪জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের সুলতানপুর গ্রামের আব্দুল বশিরের ছেলে শিবির নেতা ইমরান উদ্দিন (২৮)।
রাত পৌনে ১টার দিকে স্থানীয় মোরারবাজার থেকে এসআই আরিফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে। এছাড়া এসআই রণেশ ভট্টাচার্যের নেতৃত্বে পৃথক অভিযানে জিআর ৩৯/২০১১ মামলার আসামী বালাগঞ্জ থানার হাসামপুর গ্রামের চমক আলীর ছেলে আয়াত মিয়া ও আব্দাল মিয়া এবং একই গ্রামের হাতিব উল্লাহর ছেলে সাইদুলকে রাত দেড়টার সময় গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। আলাপকালে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন।
বালাগঞ্জে শিবির নেতাসহ ৪ জন গ্রেফতার
Monday, December 30, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment