যৌথবাহিনীর হাতে বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৩ উপজেলায় গ্রেফতার ২১
জালাল আহমদ, বড়লেখা : মৌলভীবাজারের বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াতে ইসলামীর নেতা এমাদুল ইসলামসহ জামাত-শিবিরের ১৫ নেতাকর্মীকে যৌথবাহিনী গ্রেফতার করেছে।
২৮ ডিসেম্বর রাতে ও ২৯ ডিসেম্বর ভোরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অন্যরা হলেন, তাজ উদ্দিন, মজির উদ্দিন, আব্দুস শুকুর, নোমান আহমদ, নজির আলী, সালাউদ্দিন, ইমন আহমদ, সিরাজুল ইসলাম, জাকির হোসেন, বেলাল আহমদ, তারেক আহমদ পাবেল, আব্দুল হান্নান, এনাম আহমদ, সেরুল আহমদ ও বাবলু আহমদ।
এদিকে কুলাউড়া উপজেলার ব্রাক্ষণবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আফতাব মিয়াকে ২৯ ডিসেম্বর ভোররাতে গ্রেফতার করা হয়।
এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে প্রতিরাতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করছে। তাই গ্রেফতার আতংকে ১৮ দলীয় জোটের নেতৃবৃন্দ। অনেকে এলাকাছাড়া। কেউ কেউ গ্রেফতার এড়াতে অন্যত্র রাত্রি যাপন করছেন।
জুড়ীতে যৌথবাহিনীর হাতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তোফায়েল আহমদ, যুবদল নেতা আনোয়ার হোসেন ও শাহিন আহমদ গ্রেফতার হন ২৮ ডিসেম্বর ভোররাতে। ওইদিন কুলাউড়ায় উপজেলা ছাত্রদলের আরো ২ জন গ্রেফতার হয়। ট্রাক পোড়ানোর মামলায় গ্রেফতার দেখিয়ে পরদিন আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
এ পর্যন্ত যৌথবাহিনীর হাতে ৩ উপজেলায় ২১ জন গ্রেফতার হয়েছেন।
No comments:
Post a Comment