সিলেট মহানগরবাসীর ধারণা পাল্টে দিয়ে গাভিয়ার খালে নৌভ্রমণ করলেন মেয়র আরিফ

Saturday, January 18, 2014

সিলেট মহানগরবাসীর ধারণা পাল্টে দিয়ে গাভিয়ার খালে নৌভ্রমণ করলেন মেয়র আরিফ


altনিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরবাসী ধরেই নিয়েছিলেন, গাভিয়ার খাল আর কোনদিন আগের রূপে ফিরে আসবে না; কিন্তু সেই ধারণা পাল্টে দিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। প্রমাণ করলেন, উদ্যোগ আর উদ্যম থাকলে অসম্ভবকে অবশ্যই সম্ভবে পরিণত করা যেতে পারে।

সিলেট মহানগরীর উপর দিয়ে বয়ে যাওয়া ছড়া বা খালগুলোর অবৈধ দখল ও ভরাট হয়ে যাওয়াই মহানগরবাসীর বর্ষাকালীন নিত্যসঙ্গী জলাবদ্ধতার প্রধান কারণ বলে প্রমাণিত হয়েছে। এসব খাল উদ্ধার ও সংস্কারে অতীতে ব্যয় হয়েছে কোটি কোটি টাকা। তবে ফলাফল-কিছু মানুষের ফুলে ফেঁপে উঠা ছাড়া আর কিছুই হয়নি।

পরিবর্তনের ডাক দিয়ে আরিফুল হক চৌধুরী নগর ভবনে প্রবেশ করেই উদ্যোগ নেন খালগুলো উদ্ধার ও সংস্কারের। প্রথমেই হাত দেন মহানগরীর পশ্চিমাংশে গাভিয়ার খালে, যা মহানগরীতে জলাবদ্ধতার প্রধান কারণ বলে মনে করা হয়।

এ প্রসঙ্গে সিসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নূর আজিজুর রহমান জানান, গাভিয়ার খালের দৈর্ঘ্য প্রায় ৫ কিলোমিটার। এরমধ্যে এ পর্যন্ত ৩ কিলোমিটার উদ্ধার করা হয়েছে। এই অংশে অবৈধ দখলের ফলে খালের প্রশস্থতা করে ৪/৫ ফুট হয়ে গিয়েছিল। উদ্ধারের পর প্রশস্থতা গড়ে ২০ ফুট এমনকি কোন কোন জায়গায় ৩০ ফুট পর্যন্ত হয়েছে।

তিনি আরো জানান, গাভিয়ার খালের সাথে সুরমা নদীর সংযোগ মুখটি বন্ধ হয়ে গেছে। সংযোগ মুখটি খুলে দিয়ে সহজে ও দ্রুত গতিতে পানি নদীতে নেমে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License