বিশ্বনাথ (সিলেট) থেকে এমদাদুর রহমান মিলাদ ঃ বিশ্বনাথের পল্লীতে চিরায়ত ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলার দশঘর ইউনিয়নের হাসনাজি গ্রামের পশ্চিমের মাঠে এই ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়। এতে সিলেটের বিভিন্ন থানা থেকে বাহারি নামের ষাঁড় অংশ গ্রহণ করে।
লড়াইয়ে ‘বাংলার রাজা চিতা’ ষাঁড় কে হারিয়ে ‘ডিপজল’ ষাঁড় চ্যাম্পিয়ন হয়েছে।
জানা গেছে, হাসনাজি গ্রামবাসীর উদ্যোগে আয়োজন করা হয় ষাঁড়ের লড়াই। হাসনাজি গ্রামের পশ্চিমের মাঠে অনুষ্ঠিত হয় এই ষাঁড়ের লড়াই।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জোড়ায় জোড়ায় ষাঁড়দের মধ্যে চলে লড়াই। এতে সিলেটের বিভিন্ন এলাকা থেকে শতাধিক ষাঁড় অংশগ্রহণ করে। উল্লেখযোগ্য ষাঁড় গুলোর মধ্যে ছিল- লাল পাগলা, দুরন্ত, ডন, জুলু পাগলা, হিরামন, বিগ শো, কলংকের ফুল, বাঘ, সবুজ বাংলা, জয় টাইগার, সাদা রাজ, সাদা বারুদ, রাবার বুলেট, হাতিম প্রভৃতি। জমজমাট এই ষাঁড়ের লড়াই দেখতে সকাল থেকেই বিশ্বনাথসহ সিলেটের দূর-দুরান্ত থেকে হাজার হাজার মানুষ হাসনাজি গ্রামের পশ্চিমের মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সৌখিন ষাঁড়প্রেমী মানুষ। তাছাড়া শাশ্বত গ্রামীণ ঐতিহ্যের এই দুরন্ত ষাঁড়ের লড়াই দেখতে অনেক প্রবাসীও ছুটি নিয়ে দেশে ফিরেছেন। যুবক-বৃদ্ধদের সাথে সাথে লড়াই দেখতে শিশুদের উপসি’তি ছিল চোখে পড়ার মতো। এই প্রতিযোগীতায় ১ম পুরস্কার ছিল একটি ১৪ ইঞ্চি রঙ্গীন টেলিভিশন। এছাড়াও ষাঁড়ের লড়াইয়ে বিজয়ী অন্যান্য ৫০টি ষাঁড় কে দেয়া হয় আকর্ষণীয় পুরস্কার।
এদিকে, লড়াইয়ে অংশগ্রহণকারী অনেক ষাঁড় হেরে গেলেও মালিকদের মধ্যে বিষন্নতা দেখা যায়নি। কারণ জানতে চাইলে কয়েকজন ষাঁড়ের মালিক বলেন, এটা আমাদের শত বছরের লালিত ঐতিহ্য। এখানে হারজিৎ বড় কথা নয়। বরঞ্চ অংশগ্রহণ করে এই ধরনের ঐতিহ্যকে লালন করাটাই বড় কথা।
বিশ্বনাথে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: ‘বাংলার রাজা চিতা’ কে হারিয়ে ‘ডিপজল’ চ্যাম্পিয়ন
Saturday, January 18, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment