আমাদের সিলেট ডটকম:
সিলেট মহানগর ছাত্রশিবিরের স্কুল ও কলেজ কার্যক্রম বিষয়ক সম্পাদকসহ ৩ ছাত্রশিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বিকেলে এদেরকের গ্রেফতারের পর সন্ধ্যায় এদেরকে দৰিণ সুরমা থানায় হস্তান্তরের খবর শোনা গেলেও তাদেরকে আটকের কথা নিশ্চিত করেনি পুলিশের কোন সূত্র।
জানা গেছে, সিলেট মহানগর ছাত্রশিবিরের স্কুল ও কলেজ কার্যক্রম বিষয়ক সম্পাদক ফখরুল আলম সেলিম, বিমান বন্দর থানা শাখা সভাপতি সাদিকুর রহমান সুমন ও ৮নং ওয়ার্ড শাখা শিবিরের সভাপতি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আজ বিকেল ৩টার দিকে টাকা তুলতে সুবিদ বাজারস্থ ব্রাক ব্যাংকে যান। এ সময় ব্যাংকের অভ্যন্তর থেকে সাদা পোষাকের পুলিশ তাদের ৩ জনকে আটক করে। এরপর তাদেরকে সিলেট মেট্রপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
একটি সূত্র জানায়, সন্ধ্যার পর আটককৃতদের নিয়ে অভিযানে বের হয় কোতয়ালী থানার পুলিশ। রাত ৮টার দিকে তাদেরকে দৰিণ সুরমা থানায় নিয়ে যাওয়া হয়।তবে,রাত সোয়া ৮টায় এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে দৰিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন সামন্ত তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
সিলেট মহানগর শিবির নেতাসহ ৩ জন গ্রেফতার
Thursday, January 16, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment