ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজের ৪ দিন পর লাশ হয়ে ফিরলো স্কুলছাত্রী গোলাপী বেগম
মোকাদ্দেস হায়াত মিলন, ঠাকুরগাঁও : নিখোঁজের ৪ দিন পর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের স্কুলছাত্রী গোলাপী বেগম লাশ হয়ে স্বজনদের কাছে ফিরেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পীরগঞ্জ পৌরসভার বথপালিগাঁও এলাকার মৃত আব্দুল গফফারের মেয়ে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী গোলাপী বেগমকে সোমবার ১৩ জানুয়ারি নানার বাড়ি গড়গাঁওয়ে যাওয়া জন্য মিনিবাসে তুলে দেন তার পরিবারের লোকজন; কিন্তু পরে তারা খবর পান, সে গন্তব্যস্থলে পৌঁছেনি। এরপর চলতে থাকে খোঁজাখুঁজি। শেষপর্যন্ত তাকে না পেয়ে পরিবারের লোকজন পুলিশের শরণাপন্ন হন।
পুলিশ জানায়, মঙ্গলবার জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় অজ্ঞাতনামা এক কিশোরীর লাশ পাওয়া যায়। এ খবর জানার পর বৃহস্পতিবার বালিয়াডাঙ্গী থানায় যোগাযোগ করে লাশের পরনের কাপড়, ব্যাগ ও ছবি দেখে পরিবারের লোকজন লাশটি গোলাপী বেগমের বলে সনাক্ত করেন। পরে ময়না তদন্ত শেষে শুক্রবার দুপুরে তার লাশ আনা হয় নিজ বাড়িতে। এ সময় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বালিয়াডাঙ্গী থানার ওসি রুহুল কুদ্দুস জানান, দুর্বৃত্তরা গোলাপী বেগমকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে বালিয়াডাঙ্গী উপজেলার নেংটিহারা গ্রামের একটি মাঠে ফেলে রাখে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার সন্ধ্যায় গোলাপী বেগমের মা সহ পরিবারের কয়েকজনকে পীরগঞ্জ থানায় আনা হয়।
No comments:
Post a Comment