৩ শিবির নেতাকে আটকের কথা স্বীকার করেনি পুলিশ

Thursday, January 16, 2014

আমাদের সিলেট ডটকম:

মহানগর ছাত্র শিবিরের ৩ নেতাকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ।

গতকাল বিকেলে নগরীর সুবিদবাজারস্থ ব্রাক ব্যাংকের সামন থেকে এদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের কর্মকর্তারা জানালেও আনুষ্ঠানিকভাবে কোনো কর্মকর্তা এ বিষয়ে মুখ খুলছেন না। বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সংশি¬ষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল পৌণে ৩ টায় মহানগর ছাত্র শিবিরের স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক ফখরুল ইসলাম সেলিমসহ ৩ নেতা সুবিদবাজারস্থ ব্রাক ব্যাংকে টাকা উত্তোলন করতে যান। এ সময় হঠৎ করে সাদা পোষাকে আসা একদল পুলিশ ব্যাংকের ভেতরে প্রবেশ করে ৩ শিবির নেতাকে ডেকে নেয়। মুহুর্তেই ব্যাংকের সামন থেকে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মদন মোহন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র ও নগর শিবিরের স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক ফখরুল ইসলাম সেলিম (২৮), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (লোক প্রশাসন) এর ছাত্র ও বিমানবন্দর থানা সভাপতি ছাদেকুর রহমান সুমন (২৫) ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এল.এল.বি অনার্সের ছাত্র ও ৮নং ওয়ার্ড সভাপতি আলী আহসান মুহাম্মদ মুজাহিদ (২২)। নগর পুলিশের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই ৩ নেতাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, গ্রেফতারের পর তাদেরকে প্রথমে নগর পুলিশের সদর দপ্তরে নিয়ে যাওয়া যায়। সেখানে প্রায় ১ ঘন্টা রাখার পর নিয়ে যাওয়া হয় কোতোয়ালী থানায়। এরপর তাদেরকে দক্ষিণ সুরমা থানায় নেয়া হয়। রাত ১০ টায় পুলিশের একটি সূত্র দাবি করেছে, তাদেরকে এয়ারপোর্ট থানায় নেয়া হবে।

এ বিষয়ে জানতে চেয়ে কোতোয়ালী থানার ওসি আতাউর রহমানকে কয়েক দফা ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

দক্ষিণ সুরমা থানার ওসি রঞ্জন সামন্ত ও এয়ারপোর্ট থানার ওসি আক্তার হোসেন জানিয়েছেন, শিবিরের গ্রেফতারকৃত কোনো নেতাকর্মী তাদের থানা হাজতে নেই।

এ বিষয়ে মহানগর পুলিশের মুখপাত্র এডিসি মুহাম্মদ আইয়ূব ও উপ-পুলিশ কমিশনার (উত্তর) এজাজ আহমদের সাথে যোগাযোগ করা হয়। সিনিয়র এই দু’কর্মকর্তা এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।

গতরাত সাড়ে ১২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে নগর পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License