আমাদের সিলেট ডটকম:
বিয়ের একদিন পর শনিবার (১৮ জানুয়ারী) মৌলভীবাজারের বড়লেখায় সৌদি প্রবাসী ফজলুল হক (৩৫)নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঐ যুবককে ধারালো ছুরি দিয়ে গলা কাটা অবস্থায় বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এলাকাবাসী ও হাসপাতাল সুত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার সুড়িকান্দী রসগ্রামের মৃত মুবশ্বির আলীর একমাত্র পুত্র সৌদি প্রবাসী ফজলুল হকের সাথে প্রতিবেশী আব্দুল আজিজের যুক্তরাষ্ট্র ইমিগ্র্যান্টধারী মেয়ের বিয়ে শুক্রবার (১৭ জানুয়ারী) বিয়ে সম্পন্ন হয়। শনিবার সাড়ে বারটার দিকে ঘরের একটি কক্ষে ফজলুল হককে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করেন পরিবারের লোকজন। দ্রুত ফজলুল হককে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত ডাক্তার ডাঃ শাহীনুর রহমান জানান, ‘তার গলার ডান পাশে রগ কেটে যাওয়ায় প্রচুর রক্তক্ষরনে ফলে সে মারা গেছে।’ বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা প্রতিবেশী মো. নাজিম উদ্দিন জানান,‘শনিবার ঘটনার ১০ মিনিট আগে ড্রয়িং রুমে বসে তিনি তার সাথে চা পান করেছেন। পরে পাশের ঘরে তাকে রক্তাক্ত অবস্থায় দেখে পরিবারের সবাই কান্নাকাটি শুরু করেন।’ তবে কি কারনে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে পরিবারের কেউ মুখ খুলছেন না। বড়লেখা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবুল হাশেম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিয়ের একদিন পর বড়লেখায় সৌদি প্রবাসী খুন
Saturday, January 18, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment