সিলেটের বিশ্ববিদ্যালয় ছাত্র দিরাইয়ে সন্ত্রাসী হামলার শিকার

Friday, January 17, 2014

আমাদের সিলেট ডটকমঃ

সুনামগঞ্জের দিরাইয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অমিয় ভৌমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত অমিয় ভৌমিকের সহপাঠী সত্যজিৎ অধিকারী জানান, দিরাই ছাত্রলীগের একটি গ্রুপ বেশ কিছু দিন থেকে অমিয়কে তাদের দলে নেয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু সে অপারগতা প্রকাশ করে। ওই গ্রুপের ক্যডাররা তার উপর হামলা করেছে বলে তিনি দাবী করেন।

স্থানীয় সূত্রে জানা যায়,খালিয়াজুরী উপজেলার চাকুয়া নিজ গ্রাম থেকে সিলেটে যাওয়ার পথে শুক্রবার শ্যামারচর হয়ে লেগুনাযোগে দিরাই উপজেলা সদরে আসার পথে কল্যানী পয়েন্টে আসলে দুর্বৃত্তরা তাকে গাড়ি থেকে টেনে হেঁচড়ে নামিয়ে এলোপাতারী কুপিয়ে আহত করে। তার হাত ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের বেশ কয়েকটি আঘতের চিহ্ন রয়েছে এবং একটি হাতের হাড় ভেঙ্গে গেছে।শ্যামারচর গ্রামের সজল দাসের ছেলে সন্দীপ দাসের নেতৃত্বে ৭/৮ জনের একটি দল অমিয় ভৌমিককে গুরুতর আহত করে বলে জানিয়েছে ঐ সুত্র।আহত অমিয় ভৌমিকের বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার চাকুয়া গ্রামে। দিরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশোতোষ দাস জানান,তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দিরাই থানার ওসি এনামুল হক জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এদিকে এই হামলার প্রতিবাদে ইন্টারনশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উদ্যোগে আজ শনিবার বেলা ১২ টায় কলেজ প্রাঙ্গনে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License