ঢাকা সিলেটে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে নৌ স্কাউট নৌবাহিনী পরিবার প্রবাসী সংগঠন

Monday, January 13, 2014

ঢাকা সিলেটে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে নৌ স্কাউট নৌবাহিনী পরিবার প্রবাসী সংগঠন


altবিশেষ প্রতিবেদক : সারা দেশে প্রচণ্ড শীত পড়েছে। এতে বড় বেশি কষ্ট পাচ্ছে স্বল্প আয়ের মানুষ, যাদের প্রয়োজনীয় শীতবস্ত্র যোগাড়ের সামর্থ নেই, যাদেরকে ঘন কুয়াশার মধ্যেও কাজের সন্ধানে বের হতে হয়। তবে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান এসব শীতে কাবু মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।

নৌ আঞ্চলিক স্কাউটস : বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নৌ আঞ্চলিক স্কাউটসের উদ্যোগে সোমবার ১৩ জানুয়ারি গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ঢাকার মিরপুরে নাবিক কলোনিতে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) ও কমিশনার নৌ স্কাউট রিয়ার এডমিরাল এএমএমএম আওরঙ্গজেব চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় অন্যদের মধ্যে ঢাকা জেলার নৌ স্কাউটসের সভাপতি ও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমোডর এম. আসলাম পারভেজসহ নৌবাহিনীর উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে নৌ স্কাউটসের মাধ্যমে মিরপুর-১৪ এবং লালাসরাই এলাকার বিভিন্ন বস্তি, ফুটপাত ও যাত্রী ছাউনীতে আশ্রয় গ্রহণকারী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ কার্যক্রম একই সাথে খুলনা ও মংলা জেলা নৌ স্কাউটসের মাধ্যমে ওইসব অঞ্চলের গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে পরিচালিত হয়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License