আমাদের সিলেট ডটকম:
বাহুবলে চালককে খুন করে সিএনজি অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার মৌলভীবাজার শহর থেকে এদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- নবীগঞ্জের লামরু গ্রামের সোহেল (২৭), আব্দুল কালাম (৩২), আব্দুল মতিন (২৬), মৌলভীবাজার জেলার দু’ঘর গ্রামের শাহজাহান (২২), ফিরোজ মিয়া (২২), উত্তর মধ্যহাটি গ্রামের আয়েজ মিয়া (২২), বড়ইউড়ি গ্রামের টিটো আহমেদ জুয়েল (২৩)। একই সময়ে উদ্ধার করা হয়েছে সিএনজি অটোরিক্সাটি। বাহুবল পুলিশের তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার থানা পুলিশ এদেরকে মৌলভীবাজার শহরের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে। পরে মৌলভীবাজার থানা পুলিশ বাহুবল থানা পুলিশের কাছে সন্ধ্যায় আটককৃতদের হস্তান্তর করে। গত সোমবার সকালে বাহুবল উপজেলার দারাগাও চা বাগানে সিরাজ মিয়া নামে এক সিএনজি অটোরিক্সা চালককের লাশ পাওয়া যায়। তার বাড়ী চুনারুঘাট উপজেলার কুনাবাড়ী গ্রামে।
গত রোববার রাতে যাত্রীবেশী ছিনতাইকারীরা শ্রীমঙ্গলে যাওয়ার জন্য সিএনজি অটোরিক্সাটি ভাড়া করে। ওই রাতে চালক সিরাজ মিয়া আর বাড়ি ফিরেন নি। পরদিন সকালে চা বাগানে তার ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মুজিবুর রহমান জানান, জিজ্ঞাসাবাদে দুই আসামী হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি বলেন, টাকা পাওনা নিয়ে বিরোধের জের ধরে হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে খুনীদের গ্রেফতার ও সিএনজি উদ্ধারের দাবিতে গত বুধবার সকাল ১১টায় সিএনজি অটোরিক্সা চালক ও শ্রমিকরা মিরপুরের নিকটে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। ২ঘন্টা স্থায়ী অবরোধ চলাকালে মহাসড়কের উভয় পাশে শত যানবাহন আটকা পড়ে।
হবিগঞ্জে চালককে খুন করে অটোরিক্সা ছিনতাই ঘটনায় ৭জন গ্রেফতার
Wednesday, January 15, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment