এ যেন আমাদের চিরচেনা বাংলাদেশ নয়, এক অচেনা মৃত্যুপুরী। আইনশৃঙ্খলার ক্ষেত্রে নৈরাজ্য এখন ইতিহাসের নিকৃষ্টতম পর্যায়ের দিকে এগুচ্ছে। দৈনিক পাল্লা দিয়ে বেড়ে চলেছে খুন আর হত্যা। যত্রতত্র এখন মানুষের পচা-গলা লাশ উদ্ধার হচ্ছে প্রতিদিন। গতকাল একদিনে আলাদা আলাদা ঘটনায় অন্তত পাঁচটি রাজনৈতিক হত্যাকাণ্ডসহ সারাদেশে কমপক্ষে ১৮ জন খুন হয়েছেন। এর মধ্যে সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানীকে কুপিয়ে হত্যা করেছে কে বা কারা। নিহতের পরিবার দাবি করেছে, গত ক’দিন আগে পঞ্চগড় থেকে গোলাম রব্বানীকে গ্রেফতারের পর পুলিশই হত্যা করেছে।
সাতক্ষীরায় যৌথবাহিনীর গুলিতে এক শিবিরকর্মী নিহত হয়েছে। তার নাম ছোটন। সদর উপজেলার ভোমরা ইউনিয়নের প্লশাখরা গ্রামে গতকাল ভোরে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহে আওয়ামী লীগের দুই গ্রুপ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে গুলিতে আরিফ নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কমপেক্ষ ২০ জন।
মেহেরপুরের মুজিবনগরে আবু বকর (৪৮) নামে এক বিএনপি কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নাটোরের সিংড়া উপজেলার সন্ত্রাসের জনপদখ্যাত কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ফজলার রহমান ফনুকে (৫৯) গতকাল দুপুরে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে।
এদিকে রাজধানীর পৃথক স্থান থেকে গতকাল চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলো অজ্ঞাত যুবক (২৫), সাইফুল ইসলাম জুয়েল (২৬), আবু সাঈদ (২২) ও অজ্ঞাত (৫০)।
এছাড়াও দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় অন্তত ৯ জনকে হত্যা করা হয়েছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে :
নীলফামারীতে বিএনপি নেতার লাশ উদ্ধার, অভিযোগ পুলিশের বিরুদ্ধে
আমাদের নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানীকে কুপিয়ে হত্যা করেছে কে বা কারা। নিহতের পরিবার দাবি করেছে, গত ক’দিন আগে পঞ্চগড় থেকে গোলাম রব্বানীকে গ্রেফতারের পর পুলিশই হত্যা করেছে।
রব্বানীকে সদ্য সংস্কৃতি মন্ত্রী হওয়া নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের গাড়ি বহর থেকে স্থানীয় বিএনপি নেতার বাড়িতে হামলা ও পরে গাড়ি বহরে স্থানীয় জনতার হামলা মামলায় সরকারের পক্ষ থেকে প্রধান আসামি করা হয়েছিল। গতকাল ভোরে সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী একটি বাঁশঝাড়ে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত গোলাম রব্বানীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার বাড়ি লক্ষ্মীচাপ ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামে।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর জেলা সদরের রামগঞ্জ বাজারে সংসদ সদস্য আসাদুজ্জামানের গাড়ি বহর থেকে হামলা এবং পরে এলাকাবাসী ও ১৮ দলের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ-পুলিশের সংঘর্ষে আওয়ামী লীগের চারজনসহ পাঁচজন নিহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গোলাম রব্বানীকে ১নং আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দেড় হাজার ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করে।
নিহত গোলাম রব্বানীর পরিবার জানিয়েছে, ঘটনার পর থেকে গোলাম রব্বানী পুলিশের অভিযানের কারণে পলাতক ছিলেন। সর্বশেষ গত কয়েকদিন আগে গোলাম রব্বানীকে যৌথবাহিনী পঞ্চগড় জেলা থেকে গ্রেফতার করে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি ও যুবদল নেতা জানান, রব্বানী পুলিশ হেফাজতে ছিলেন বলে তারা শুনেছেন।
নাটোরে ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতাকে গুলি করে হত্যা
আমাদের নাটোর ও সিংড়া প্রতিনিধিরা জানান, নাটোরের সিংড়া উপজেলার সন্ত্রাসের জনপথখ্যাত কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ফজলার রহমান ফনুকে (৫৯) গতকাল দুপুরে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার মোটরসাইকেল চালক আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোটর সাইকেল, ধারালো চাকু ও কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ফনু মোটর সাইকেলে উপজেলা সদরের সমন্বয় সভা শেষে পার সাঐল গ্রাম হয়ে কলম ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। পথে পার সাঐল গ্রামের শাহপাড়া এলাকায় প্রতিপক্ষের করিম ও তার সহযোগীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ার পর কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। এ সময় তার মোটর সাইকেল চালক আপন ভাতিজা জাহিদুল ইসলাম (২৫) আহত হয়। গুরুতর অবস্থায় চেয়ারম্যান ফনু ও জাহিদুলকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক চেয়ারম্যান ফেনুকে মৃত ঘোষণা করেন। ফনুর নিহতের খবরে সদর হাসপাতালে তাত্ক্ষণিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক ও নাটোর সদরের এমপি শফিকুল ইসলাম শিমুলসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ অসংখ্য নেতাকর্মী ছুটে যান।
গত ১৯ আগস্ট একই এলাকার ছোট কালিকাপুর গ্রামে বাজার থেকে ফেরার পথে কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি থেকে আওয়ামী লীগে আসা মোজ্জামেল হকের বড় ভাই মোহাম্মদ আলী মোল্লাকে (৬৫) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় একই গ্রামের আব্দুল করিমসহ কয়েকজনকে সেই মামলায় আসামি করার ক্ষোভে করিমের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী আরও জানান, হামলাকারী একই এলাকার জামাল উদ্দিনের ছেলে করিম এক সময় ফনুর অন্যতম সহযোগী ছিলেন, কিন্তু বেশ কিছুদিন আগে অভ্যন্তরীণ কোন্দলে দু’জনের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়। দীর্ঘদিন থেকে ওই এলাকায় অভ্যন্তরীণ কোন্দলে একের পর এক খুনের ঘটনা ঘটেছে। ইউপি চেয়ারম্যান ফনুসহ ছয়জন সামপ্রতিককালে খুন হয়েছেন। এই রিপোর্ট লেখার সময় হাসপাতালে চেয়ারম্যান ফনুর লাশের ময়না তদন্ত চলছিল।
এদিকে থানা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান দাবি করেন, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিকের সঙ্গে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে। তবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আহত জাহিদুলের কাছে তিনি শুনেছেন, উল্লিখিত আব্দুল করিম ১০/১২ জন মানুষ নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের জন্য নির্দেশ দিয়েছেন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেছেন, আমরা আহত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হচ্ছে। তার দেয়া তথ্যমতে অভিযান চালানো হবে। ইতোমধ্যে আমাদের দুটি টিম কাজ শুরু করেছে।
নাটোরের পুলিশ সুপার ডক্টর নাহিদ হোসেন বলেছেন, এটা কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে না। দীর্ঘদিন এলাকায় চলে আসা আধিপত্যের লড়াইয়ের অংশ হিসেবে চেয়ারম্যান ফজলার রহমান ফনু নিহত হয়েছেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সাতক্ষীরায় আবারও যৌথবাহিনীর গুলিতে শিবিরকর্মী নিহত
আমাদের সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরায় যৌথবাহিনীর গুলিতে এক শিবিরকর্মী নিহত হয়েছে। তার নাম ছোটন। সদর উপজেলার ভোমরা ইউনিয়নের প্লশাখরা গ্রামে গতকাল ভোরে এ ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ ইনামুল হক দাবি করেন, আসামি ধরার জন্য ভোরে যৌথবাহিনী পদ্মশাখরা গ্রামে যায়। এ সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে জামায়াত-শিবির কর্মীরা প্রতিরোধ গড়ে তোলে। এ সময় যৌথবাহিনী গুলি চালালে শিবিরকর্মী ছোটন (১৮) ঘটনাস্থলেই নিহত হয়।
রাজধানীতে চার লাশ উদ্ধার
রাজধানীর পৃথক স্থান থেকে গতকাল চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলো অজ্ঞাত যুবক (২৫), সাইফুল ইসলাম জুয়েল (২৬), আবু সাঈদ (২২) ও অজ্ঞাত (৫০)।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উত্তরার ৯ নম্বর সেক্টর এলাকার মো. সুলতান মিয়া নামে এক ব্যক্তির পরিত্যক্ত একটি ঘর থেকে আগুনের ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা ওই ঘরে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। তখন তারা দেখতে পান ওই ঘরে এক যুবক অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। পরে তাকে সেখান থেকে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানার এসআই মো. আলমগীর হোসেন জানান, ওই ঘরটি একটি পরিত্যক্ত কক্ষ ছিল। সে কীভাবে ঘরের ভেতরে প্রবেশ করেছে তা কেউ বলতে পারেনি। পুলিশের ধারণা, ওই যুবক ঘরের ভেতরে প্রবেশ করে রাতে ঘুমানোর সময় কয়েল জেলে ছিল। আগুনের ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। নিহত যুবকের লাশের ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরা করা হয়েছে।
অন্যদিকে, পল্লবীর ১২ নম্বর সেকশনের সি ব্লকের ১৮ নম্বর বাড়িতে পরিবারের সঙ্গে থাকত মাদরাসা শিক্ষক জুয়েল। সকাল ৮টায় তার পরিবারের লোকজন তাকে অনেক ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই বাড়ির ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় মাফলার পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এ ব্যাপারে পল্লবী থানার এসআই মো. কামরুজ্জামান জানান, নিহত ব্যক্তি মিরপুরের তামিরুল হায়াত্ ইনস্টিটিউট মাদরাসার শিক্ষক ছিলেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। জুয়েলের বাবার নাম মো. নেসার আহমেদ। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রোকনপুর এলাকায়।
অপরদিকে, সকাল ৯টায় বসুন্ধরা আবাসিক এলাকায় এইচ রবিন রোডের ব্লক ‘বি’-এর বাড়ি নম্বর ৪৭৪-এ ইলেক্ট্রিকের কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয় সাঈদ। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে স্থানীয় অ্যাপালো হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভাটারা থানার এসআই মতিউর রহমান নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
এদিকে ঢাকা রেলওয়ে থানার এসআই শহিদুল ইসলাম জানান, সকাল ৮টায় কমলাপুর রেল স্টেশনের ৪ নম্বর প্লাটফর্ম ৩৩ নম্বর তিতাস এক্রপ্রেস থেকে অজ্ঞাত ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে ওই ট্রেনের যাত্রীরা। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ওই ব্যক্তির পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে।
ঝিনাইদহে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
ঝিনাইদহে আওয়ামী লীগের দুই গ্রুপ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে আরিফ নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কমপেক্ষ ২০ জন।
গতকাল সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহের টিকারী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিকদার ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মালেক সমর্থকদের মধ্যে বাজারের আধিপত্য নিয়ে সংঘর্ষ বাধে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। গুলিতে আরিফ নামের ওই ব্যক্তি নিহত হয়। আহত হয় আরও ২০ জন।
ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী একজন নিহতের খবর নিশ্চিত করেছেন। তবে অসমর্থিত সূত্রগুলো বলছে নিহত হয়েছে দু’জন।
মেহেরপুরে বিএনপি কর্মীর লাশ উদ্ধার
মেহেরপুরের মুজিবনগরে আবু বকর (৪৮) নামে এক গরু খামারির লাশ উদ্ধার করেছে পুলিশ। আবু বকর স্থানীয় বিএনপি কর্মী বলে জানা গেছে।
গতকাল সকাল ৮টার দিকে মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের লিমনের আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে তার মরদেহ বাগানে পড়ে থাকতে দেখে স্থানীয়রা মুজিবনগর থানায় খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাগোয়ান ইউনিয়ন পরিষদ সদস্য নজরুল ইসলাম জানান, আবু বকর পেশায় একজন গরু খামারি ও বিএনপির কর্মী।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মেহেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
তবে বকরের মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
নড়াইলে জমি নিয়ে বিরোধে একজন খুন
নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলে জমি নিয়ে বিরোধের জেরে ফিরোজ ভূইয়া (৪৮) নামে এক সাবেক সেনাসদস্য খুন হয়েছেন। গতকাল শনিবার নড়াগাতী থানাধীন কলাবাড়িয়া ইউনিয়নের কালীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ ভূইয়া রুস্তম ভূইয়ার ছেলে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীর তৈমুর আলী জানান, ফিরোজ ভূইয়ার সঙ্গে চাচাতো ভাই আলমগীর ভূইয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল শনিবার সকালে এ নিয়ে সালিশের এক পর্যায়ে আলমগীর ভূইয়া ধারালো গুপ্তি দিয়ে ফিরোজ ভূইয়ার বুকে আঘাত করে। এতে গুরুতর আহত ফিরোজ ভূইয়াকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ময়মনসিংহে কৃষককে কুপিয়ে হত্যা
ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহের ফুলপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে আছর আলী (৬২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল শনিবার দুপুরে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের দেওখালী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের দেওখালী গ্রামে প্রতিবেশী সোহরাব আলীর সঙ্গে আছর আলীর দীর্ঘদিন ধরে ২৮ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল শনিবার দুপুরে আছর আলী ওই বিরোধপূর্ণ জমিতে হালচাষ করতে গেলে ঝগড়া বাধে। একপর্যায়ে প্রতিপক্ষ সোহরাব আলীর লোকজন উপর্যুপরি কুপিয়ে আছর আলীকে রক্তাক্ত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর থেকে সোহরাব আলীর পরিবার পলাতক রয়েছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এখনও কেউ গ্রেফতার হয়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নরসিংদীতে জমি নিয়ে বিরোধে কৃষক খুন
নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর পাঁচদোনায় জমি সংক্রান্ত বিরোধে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাত দশটার দিকে পাঁচদোনা সদর থেকে কুলাইট গ্রামে নিজের বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা কুপিয়ে খুন করে কৃষক সাফি মিয়াকে (৫০)।
চাচা আবুল হাশেমের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল সাফি মিয়ার। এ ব্যাপারে আদালতে বেশ কয়েকটি মামলাও রয়েছে।
তাদের অভিযোগ, সাফি মিয়া শ্বশুরবাড়ি পাঁচদোনা থেকে ফেরার পথে করেরটেক এলাকায় পৌঁছানোর পর আগে থেকে ওঁত্ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে।
নিহতের পরিবারের অভিযোগ, সাফি মিয়ার চাচাতো ভাই সামসুল আলম ও মাসুকুল আলমসহ আরো চার থেকে পাঁচজন ওই হামলায় অংশ নেয়।
গাইবান্ধায় বেড়াতে নিয়ে শিশুকে হত্যা
গাইবান্ধা প্রতিনিধি জানান, বাড়ি থেকে টাকা চুরি করে প্রতিবেশী এক যুবকের সঙ্গে বেড়াতে গিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিশু খুন হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা ঘুরে বাড়ি ফেরার সময় ওই শিশু টাকা ফেরত চাওয়ায় সঙ্গী যুবক তাকে হত্যা করে বলে গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান।
নিহত জাহিদ হাসান (১০) গোবিন্দগঞ্জের কাঁঠালবাড়ী গ্রামের আবু হানজেলা ওরফে লাইজুর ছেলে। শুক্রবার সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন ফুল গার্ডেন হোটেলের পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ঘাতক যুবক পারভেজ হোসেনকে (২২) গ্রেফতার করা হয়েছে বলে ওসি জাহিদুল জানিয়েছেন। পারভেজ কাঁঠালবাড়ী গ্রামেরই নূর হোসেনের ছেলে।
ফরিদপুরে কিশোরের লাশ উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরের নগরকান্দা উপজেলা থেকে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম আজাদ জানান, গতকাল শনিবার সকাল ৮টার দিকে কলেজ রোড এলাকার একটি গাছ থেকে রতন মণ্ডলের (১৩) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিণা গ্রামের দীনবন্ধু মণ্ডলের ছেলে রতন নগরকান্দা বাজারে একটি কামারের দোকানের কর্মচারী।
বড়লেখায় সৌদি প্রবাসীর লাশ উদ্ধার
মৌলভীবাজার প্রতিনিধি জানান, বড়লেখা উপজেলায় ফজলুল হক (৩৪) নামে সৌদি প্রবাসী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার সুড়িকান্দী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত ফজলুল হক ওই গ্রামের মৃত মুবাশ্বির আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে নিজ ঘরের একটি কক্ষে ফজলুল হককে রক্তাক্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন চিত্কার শুরু করে। পরে এলাকাবাসী এসে ফজলুল হককে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক ডা. শাহীনুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।
নারায়ণগঞ্জে বৃদ্ধা স্ত্রীকে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, আড়াইহাজার উপজেলায় সামসুন্নাহার (৬২) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ স্বামী সিরাজুল ইসলামকে (৭০) আটক করেছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামে এ ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, গতকাল শনিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা ঘটে। একপর্যায়ে লাঠি দিয়ে সামসুন্নাহারকে পিটিয়ে আহত করে সিরাজুল ইসলাম। পরে গুরুতর আহত অবস্থায় সামসুন্নাহারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু ঘটে তার।
বান্দরবানে রাবার বাগানের কর্মচারী খুন
বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবানে চাইঙ্গা প্রু মারমা (৩১) নামে রাবার বাগানের এক কর্মচারী খুন হয়েছেন। গতকাল শনিবার সকাল ১১টার দিকে বান্দরবানের কুহালং ইউনিয়নের গলাচিপা এলাকার রাবার বাগানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কুহালং ইউনিয়নের গলাচিপা এলাকার রাবার বাগানের কর্মচারী চাইঙ্গা প্রু মারমা শুক্রবার রাতে মদ পান করে তার স্ত্রীর সঙ্গে কলহে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
গতকাল শনিবার সকালে প্রতিবেশীরা কর্মচারী খুন হওয়ার খবর পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ চাইঙ্গা প্রু’র বাড়ি থেকে লাশ উদ্ধার করে। চাইঙ্গা প্রু’র শরীরে বেশ কয়েকটি জখমের চিহ্ন পাওয়া গেছে।
আশুলিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
আমাদের প্রতিনিধি জানান, শিল্পাঞ্চল আশুলিয়ার বাড়ইপাড়া থেকে অজ্ঞাত যুবকের (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় বাড়ইপাড়া ব্রিজের পূর্বপাশের তানজিল গার্মেন্টসের কাছ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এ সময় তার পরনে কালো জ্যাকেট, গামছা ও গলায় মাফলার ছিল।
পুলিশ জানায়, তানজিল গার্মেন্টসের কাছে অজ্ঞাত যুবকের মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি আশুলিয়া থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সূত্র: আমারদেশ
No comments:
Post a Comment