সিলেটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

Monday, January 13, 2014

আমাদের সিলেট ডটকম:

সিলেটের জকিগঞ্জের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

সোমবার সিলেটের দায়রা জজ আদালতের বিচারক মোঃ মিজানুর রহমান এ রায় ষোষনা করেন। দন্ডপ্রাপ্ত আসামীর নাম- মোঃ আব্দুল খালিক (৫০)। সে জকিগঞ্জ থানার কলাছড়া গ্রামের মৃত আব্দুল মন্নানের পুত্র। রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্ত আসামী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১২ সালের ৬ এপ্রিল দুপুর সোয়া ২ টার দিকে র‌্যাব-৯’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কলাছড়া গ্রামের মাদক ব্যবসায়ী খালেকের বসতবাড়ীতে অভিযান চালিয়ে আব্দুল খালিককে গ্রেফতার করে । এ সময় তার কাছ থেকে ৭১ হাজার টাকা দামের ১শ’ ৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ব্যাপারে র‌্যাব-৯’র ডিএডি মতিউর রহমান বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। নং- ৪ (০৬-০৪-১২)। দীর্ঘ তদন্ত শেষে জকিগঞ্জ থানার এসআই মোঃ ফরিদ মিয়া ঐ বছরের ২ মে একমাত্র খালিককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন এবং ২০১২ সালের ২ আগষ্ট আদালত তার বিরুদ্ধে চার্জগঠন করার পর বিচারকার্য শুরু করা হয়। দীর্ঘ শুনানী ও ৮ সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আদালত আসামী আব্দুল খালিককে ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১)’র টেবিলের ক্রমিক নং ৩ (খ) ধারায় দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন সশ্্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। রাষ্টপক্ষে পিপি এডভোকেট মোঃ মিসবাহ উদ্দিন সিরাজ ও আসামীপক্ষে এডভোকেট আলী আহমদ মামলাটি পরিচালনা করেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License