পাঠ্য বিষয়ের পাশাপাশি শিক্ষার্থীদেরকে ইতিহাস ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে জ্ঞান দিতে হবে

Monday, January 13, 2014

পাঠ্য বিষয়ের পাশাপাশি শিক্ষার্থীদেরকে ইতিহাস ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে জ্ঞান দিতে হবে


নিজস্ব প্রতিবেদক : সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ বলেছেন, পাঠ্য বিষয়ের পাশাপাশি শিক্ষার্থীদেরকে দেশ ও জাতির ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি ও প্রত্যাশা সম্পর্কে জ্ঞান দিতে হবে। না হলে তারা নিজেদেরকে সঠিকভাবে চিনতে পারবেনা। তাদের মধ্যে জেগে উঠবেনা দেশ ও জাতির প্রতি দায়িত্ববোধ। ফলে তারা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবেনা।

সোমবার ১৩ জানুয়ারি সিলেট মহানগরীর উপকণ্ঠ খাদিমনগরে মা-মনি কিন্ডারগার্টেন ও প্রি ক্যাডেট একাডেমির নবীনবরণ ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যক্ষ মুজিবুর রহমান ডালিমের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ শওকত আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামা বেলাল। বিশেষ অতিথি ছিলেন শাহপরান (র) উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাসুক আহমদ, প্রেসক্লাব ফাউন্ডেশন সিলেট ও ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি আল-আজাদ, সময় টেলিভিশনের ব্যুরো প্রধান ইকরামুল কবির ইকো ও আরটিভির ব্যুরো প্রধান কামকামুর রাজ্জাক রুনু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক বিজয়ের কণ্ঠ সম্পাদক জে. এ কাজল খান, মা-মনি প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক মাহবুবুর রহমান, শিক্ষক হাফেজ আজির উদ্দিন, আফজাল মিছবা, হারুনুর রশীদ, মামুনুর রশীদ, তাহেরা বেগম, অভিভাবক ফরহাদ চৌধুরী, এস. কে খুরশিদ আলম প্রমুখ ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License