সিলেট স্টেডিয়ামে হচ্ছেনা বাংলাদেশ-শ্রীলংকা ওয়ান ডে ম্যাচ

Wednesday, January 15, 2014

আমাদের সিলেট ডটকম:

আগামী ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের কথা ছিল সিলেট বিভাগীয় স্টেডিয়ামের। কিন্তু ম্যাচটা এই মাঠে হচ্ছে না। অভিষেকের জন্য তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে সিলেট স্টেডিয়ামকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস গণমাধ্যমকে জানিয়েছেন, সিলেটে প্রথম ওয়ানডে হচ্ছে না। নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়নি। শুধু একটা ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা দল সেখানে যেতে চায়নি। তাই ম্যাচটি সরিয়ে নেয়া হচ্ছে।

দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে ২৪ জানুয়ারি বাংলাদেশ সফরে আসার কথা শ্রীলঙ্কার।

নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলাদেশ সফরে এসেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) দুই কর্মকর্তা মোহন ডি সিলভা ও পরিচালক অজিত জয়াসেকারা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শনও করেছেন তারা।

রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠলেও ৮ ও ৯ জানুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির নির্বাহী কমিটির সভা চলার সময় বিসিবি সভাপতি নাজমুল হোসেনকে এসএলসি সভাপতি জয়ান্থা ধর্মদাসা শ্রীলঙ্কার বাংলাদেশ সফর নিয়ে নিশ্চয়তা দেন।

তবে গণমাধ্যমকে এসএলসি সভাপতি জানিয়েছিলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে তাদের দুজন প্রতিনিধি বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে যাবে।

বিরোধী দলের একটানা হরতাল-অবরোধের কারণে সফর বাতিল করে ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ-১৯ দল দেশে ফিরে যাওয়ার পর বাংলাদেশ সফর নিয়ে নিজেদের আশঙ্কার কথা জানিয়েছিল শ্রীলঙ্কা ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড।

তবে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রদূতকে আশ্বস্ত করে বিসিবির একটি প্রতিনিধি দল।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License