রোববার তফসিল, ফেব্রুয়ারিতে উপজেলা নির্বাচন রোববার তফসিল, ফেব্রুয়ারিতে উপজেলা নির্বাচন

Saturday, January 18, 2014



শীর্ষ নিউজ, ঢাকা : ফেব্রুয়ারি মাসে প্রথম দফায় মেয়াদোত্তীর্ণ উপজেলা নির্বাচন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

শনিবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আগামীকাল রোববার নির্বাচন কমিশনের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন সচিবালয় সূত্র। সূত্রমতে, রোববার মেয়াদোত্তীর্ণ ১১৩টি উপজেলার তফসিল ঘোষণা করা হবে।

সভার আলোচনা বিষয়ে সিইসি বলেন, আমরা মন্ত্রণালয়গুলোর সঙ্গে কথা বলছি কখন কিভাবে নির্বাচন করবো। কারণ, সামনে ছাত্র-ছাত্রীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষা। তাদের বিরক্ত না করে নির্বাচন করতে চাই আমরা। যেহেতু আইনি বাধ্যবাদকতা রয়েছে সেহেতু নির্বাচন করতে হবে।

সিইসি বলেন, মন্ত্রণালয়গুলোর পরমার্শ অনুযায়ী সময় যাচাই বাচাই করে আমরা সিদ্ধান্ত নেব।

তিনি বলেন, সবগুলো উপজেলায় এক সঙ্গে নির্বাচন করা সম্ভব নয়। কারণ, এতে আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্টদের ওপর প্রচণ্ড চাপ পড়ে। আমরা ক্রমান্বয়ে নির্বাচনগুলো করব।

তবে কখন সিদ্ধান্ত হবে বা তফসিল হবে জানতে চাইলে সিইসি বলেন, আমরা শিগগিরিই সিদ্ধান্ত নেব। আপনারা সময় মতো জানতে পারবেন।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, শিক্ষা সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও প্রতিনিধিরা।






Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License