সংরক্ষিত নারী আসনে সিলেট বিভাগে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৮ জন
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্যে সিলেট বিভাগে এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৮ জন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সিলেট বিভাগে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন দুটি। একটি সিলেট ও সুনামগঞ্জ জেলা নিয়ে আর অন্যটি মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা নিয়ে গঠিত।
নবম জাতীয় সংসদে সিলেট-সুনামগঞ্জ আসনে আওয়ামী লীগের সৈয়দা জেবুন্নেছা হক ও মৌলভীবাজার-হবিগঞ্জ আসনে বিএনপির শাম্মী আক্তার নির্বাচিত হন।
এবার সিলেট-সুনামগঞ্জ আসনে সিলেটে সাবেক নারী সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি প্রয়াত ইফতেখার হোসেন শামীমের সহধর্মিনী নাজনীন হোসেন, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর শাহানারা বেগম ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুবি ফাতেমা ইসলাম এবং সুনামগঞ্জে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহানা রব্বানী ও প্রয়াত জননেতা আব্দুস সামাদ আজাদের বড় পুত্রবধূ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার কমিটির সহ সম্পাদক মুমতাহীনা রীতু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মৌলভীবাজার ও হবিগঞ্জ আসনে মৌলভীবাজারে সাবেক নারী সাংসদ হোসনে আরা ওয়াহেদ ও মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন মনোনয়নপত্র কিনেছেন।
No comments:
Post a Comment